নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদী কার্যকলাপ বিষয়ে ত্রিপুরা এখন সন্ত্রাসবাদ মুক্ত রাজ্য। শুক্রবার রাজ্য পুলিশ সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই মন্তব্য প্রকাশ করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। শুধু তাই নয়, শুক্রবার রাতে এক প্রশ্নের উত্তরে তিনি যাবতীয় তথ্য দিয়ে দাবি করেন মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনা হ্রাসের ক্ষেত্রে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা উল্লেখযোগ্য স্থানে রয়েছে।প্রসঙ্গত, শুক্রবার রাজ্য পুলিশের সদর দপ্তরে ফুটবল টুর্নামেন্ট সংক্রান্ত বিষয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিতাভ রঞ্জন বলেন, ত্রিপুরা এখন সন্ত্রাসবাদ কার্যকলাপ মুক্ত রাজ্য। বলতে গেলে সবকটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। বিশেষত দেশের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সব সদস্যরাই অস্ত্রশস্ত্র সঁপে দিয়ে আত্মসমর্পণ করে ফেলেছে। ডিজিপি বলেন, আমরা এখন সন্ত্রাসমুক্ত রাজ্য। রাজ্যে নতুন করে সন্ত্রাসবাদী গোষ্ঠী সক্রিয়তা শুরু করেছে রাজ্য পুলিশের কাছে এ ধরনের কোন তথ্য রয়েছে কিনা- সাংবাদিকদের এমন একটি প্রশ্নের উত্তরে রাজ্য পুলিশের মহানির্দেশক বলেন, রাজ্য পুলিশ সেদিকে তীক্ষ্ণ নজর রেখে চলছে। যদিও এ জাতীয় কোন বড় ধরনের হুমকির কোনও তথ্য নেই, তবুও সেদিকে রাজ্য পুলিশ সজাগ দৃষ্টি রেখে চলেছে বলে ডিজিপি দাবি করেন। তিনি বলেন, কর্তব্য অনুযায়ী রাজ্য পুলিশ আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতির উপর দৃষ্টি রাখবে। এমন কোনও পরিস্থিতির সৃষ্টি হলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে। যদিও আজ অবধি ত্রিপুরা এখন সন্ত্রাস মুক্ত রাজ্য।অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্ন ছিল রাজ্যের থানাগুলো বিশেষত মহিলা থানাগুলো ভালো কাজ করছে না। মহিলা সংক্রান্ত অপরাধের অভিযোগই নিতে চায় না থানাগুলো। এমন প্রশ্নের উত্তরে অমিতাভ রঞ্জন বলেন, মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা এখন দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে নিচের দিক থেকে অষ্টম স্থানে রয়েছে। এর অর্থ হল রাজ্য পুলিশ এ বিষয়ে ভালো কাজ করছে। অপরাধের ঘটনা রাজ্যে এখন নেই। তারপরেও তথ্য থাকলে তা পুলিশকে জানালে রাজ্য পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

4 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

9 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

9 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

11 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

11 hours ago

অল্পের জন্য রক্ষা পেল গুয়াহাটিগামী এক্সপ্রেস!!

অনলাইন প্রতিনিধি :-বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস অল্পেতে রক্ষা পেল। বর্ধমান কর্ড লাইনে বড় ফাটল।রেল লাইনের মাঝে বড়…

1 day ago