Categories: দেশ

নয়া জোট শরিকের সন্ধানে বিজেপি!

এই খবর শেয়ার করুন (Share this news)

২০২৪ সালের আগেই ঘর গোছাতে উঠেপড়ে নামছে বিজেপি শীর্ষ নেতৃত্ব । রাজ্যে রাজ্যে যা পরিস্থিতি এখন বিজেপির মধ্যে প্রয়োজন অনুভূত হচ্ছে যে , নতুন করে জোট শরিক দরকার । ২০১৪ সালে বিজেপির কাছে যে জোটশরিক ছিল , এখন সেই ঘর প্রায় শূন্য । প্রায় কেউই নেই । কিন্তু অন্যদিকে এককভাবে বিজেপি গরিষ্ঠতা পাবেই এরকম নিশ্চয়তা তথা আত্মবিশ্বাসের উপর নির্ভর করে বসে থাকতে অমিত শাহ , নরেন্দ্র মোদি এবং জগৎ প্রকাশ নাড্ডারা রাজি নন । তাই রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলিকে কাছে পেতে এখন থেকেই ঝাঁপাচ্ছে । জগৎ প্রকাশ নাড্ডা তো বটেই , এবার অমিত শাহ যাচ্ছেন বিভিন্ন রাজ্যে ।

এই মাসেই বিহার যাবেন তিনি । দুদিনের সফরে । এর আগেই ঝাড়খণ্ডের অপারেশন লোটাস সফল করতে বিজেপির ক্রাইসিস ম্যানেজার টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে । ঝাড়খণ্ড মুক্তি মোর্চা , কংগ্রেস , রাষ্ট্রীয় জনতা দলের জোট সরকারের কাছে মোট ৪৯ জন বিধায়ক আছে . কিন্তু তার মধ্যে থেকে ১২ জনকে কাছে নিয়ে আসতে সফল হলেই বিজেপি সরকার গড়ে ফেলতে পারবে । আর সেই লক্ষ্য নিয়েই বিধায়কদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে । কিন্তু ৩২ জন বিধায়ককে সরিয়ে দেওয়া হয়েছে রায়পুরে । ছত্তিশগড়ে যেহেতু কংগ্রেসের সরকার , তাই সেখানে বিজেপির হাত পৌঁছবে না এই আশা করা হচ্ছে ।

অন্যদিকে দক্ষিণ ভারত সফরে যাবেন জগৎ প্রকাশ নাড্ডা এবং অন্য মন্ত্রীরা । আজ থেকেই এই প্রচারাভিযান শুরু হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের কোচি শিপইয়ার্ডে উদ্বোধন করেন এয়ারক্র্যাফট কেরিয়ার যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত । প্রথমত , আইএনএস বিক্রান্ত ১৯৫৭ সালে ব্রিটেনের থেকে নেওয়া হয়েছিল । সেই বিক্রান্ত বহু যুদ্ধের সাক্ষী । সেটি নয়ের দশকে বদলে ফেলে নতুন করে আইএনএস বিক্রান্ত গঠনের পরিকল্পনা নেওয়া হয় । আজ কেরলে যে নয়া বিক্রান্তের আত্মপ্রকাশ ঘটেছে সেটি আধুনিক তো বটেই , সর্বোপরি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত ।

প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দক্ষিণ ভারতের প্রান্তে এই বিক্রান্ত থেকেই ভারতের আত্মনির্ভরতা এবং শক্তিশালী হওয়ার পথে যাত্রা শুরু হলো । এদিকে শিবসেনা থেকে আকালি দল । সংযুক্ত জনতা দল থেকে তেলুগু দেশম। একের পর এক জোটশরিক বিগত আট বছরে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে । সংখ্যাগত শক্তিতে বিজেপির কোনও সমস্যা নেই । কারণ এককভাবেই বিজেপি লোকসভায় তিনশোর বেশি আসনে জয়ী হয়েছিল । কিন্তু রাজ্যে রাজ্যে বিজেপির শক্তিক্ষয়ও হয়েছে ।

আগামী বছর আট রাজ্যের ভোটের আগেই তাই জোট নিয়ে আসরে নামছেন মোদি ও তার সেনাপতিরা । কারণ , ২০২৪ সালে এককভাবে ২৭২ আসন পাওয়া না গেলে জোট অথবা সমর্থক দলের দরকার হবে । বর্তমানে এমন কোনও দল নেই এনডিএ জোটে যাদের কাছে এমনকী ১০ টির বেশি আসনও থাকতে পারে । সেই কারণে দক্ষিণ ও পূর্ব ভারতে জোট শরিক চাইছে বিজেপি । চন্দ্ৰবাবু নাইডু , আকালি দলকে আবার জোটে ফিরে পেতে চায় বিজেপি ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

22 hours ago