নয়া দিল্লিতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধি দল

 নয়া দিল্লিতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধি দল
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধি দল মঙ্গলবার
নয়া দিল্লিতে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যা মামলার বিলম্ব নিয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার আধিকারিকদের সাথে সাক্ষাৎ করেন। এ ব্যাপারে ত্রিপুর
জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে আবেদন জানিয়েছেন স্বতোপ্রণোদিত মামলা গ্রহণের। এ মামলা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আজ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া আধিকারিকদের সাথে দীর্ঘ আলোচনা হয়। প্রয়োজনীয় সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে আধিকারিকরা জানিয়েছেন।উল্লেখ করা যেতে পারে ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিক হত্যা হয়েছে। এই হত্যার কোন কিনারা হয়নি আজও। সিবিআই তদন্ত শুরু করলেও তদন্তের গতিপ্রকৃতি সন্তোষজনক নয়। দীর্ঘ সাত বছরের বিচার হয়নি সাংবাদিক হত্যার। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ এর কাছেও ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজকের প্রতিনিধি দলে ছিলেন ইউনিয়নের সিনিয়র সদস্য সুরজিৎ পাল ও খুনলুং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা ।প্রসঙ্গত রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.