নয়া স্ট্র্যাটেজিতে কংগ্রেস!!

এই খবর শেয়ার করুন (Share this news)

গুজরাটে কংগ্রেসের সদ্য সমাপ্ত অধিবেশনে নয়া স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে।কংগ্রেস এখন থেকে পিছিয়ে পড়া বিশেষ করে বহুজনদের জন্য আরও বেশি করে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছে।এজন্য বহুজনদের সমর্থন চেয়েছে কংগ্রেস।বিজেপি ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতাসীন হবার পর প্রথম মহাত্মা গান্ধী এবং পরে সর্দার প্যাটেলকে ‘হাইজ্যাক’ করে নিয়েছে। গান্ধীকে হাইজ্যাক করে বিজেপি স্বচ্ছ ভারতের থেকে গান্ধীকে একাত্ম করে দিয়েছে। অন্যদিকে ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনকে মাত করে দিতে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে ওই দিনেই জাতীয় একতা দিবস পালন এবং গুজরাটের নর্মদা পাড়ে সর্দারের বিশালাকার স্ট্যাচু বানিয়ে কংগ্রেসের ২ শীর্ষনেতাকে হাইজ্যাক করে নিয়ে নিয়েছে বিজেপি।সেই ক্ষতে প্রলেপ লাগিয়েও ক্ষত শুকাচ্ছে না দেখে এবার কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে গুজরাটের মাটিতে হবে কংগ্রেসের অধিবেশন। এর উদ্দেশ্য ছিল বার্তা দেওয়া যে গুজরাটকে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। অন্যদিকে গুজরাটে তিন দশক ধরে ক্ষমতার বাইরে কংগ্রেস। তাই এবার অধিবেশনে গুজরাট নিয়ে বিশেষ প্রস্তাবও পাস করেছে কংগ্রেস।তাতে গুজরাটকে প্রাধান্য দিয়ে প্রস্তাবে বলা হয়েছে গুজরাটে কংগ্রেস নয়া স্ট্র্যাটেজি গ্রহণ করবে এবং রাজ্যে ক্ষমতায় ফেরার প্রয়াস নেবে।এজন্যই এবারের অধিবেশনের জন্য গুজরাটকে বেছে নেওয়া হয়েছিল।কংগ্রেস নেতা রাহুল গান্ধী মাস দুয়েক আগে গুজরাটে এসে দলীয় নেতৃত্বকে বেজায় গালমন্দ করেছিলেন। তার বক্তব্য ছিল কংগ্রেসের ভেতরেই বিজেপির লোক বসে আছে। সুতরাং সেই সমস্ত লোকদের আগে না তাড়ালে বিজেপিকে কোনদিন হটানো যাবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই স্বীকারোক্তিতে দল সাময়িক অস্বস্তিতে পড়লেও আদতে কংগ্রেসের অন্দরের কথাটি রাহুল গান্ধী বেশ উপলবিদ্ধ করতে পেরেছিলেন এবং সেই উদ্যোগটা গুজরাট থেকেই নেওয়া হবে বলে জানানো হয়েছিলো। এরপরেই গুজরাটের সবরমতীর পাড়ে কংগ্রেসের অধিবেশন বসল।
শুধু তাই নয়, হারিয়ে যাওয়া কংগ্রেসের যে ‘প্যাটেন্ট’ অর্থাৎ সর্দার প্যাটেল যে কংগ্রেসের কাছ থেকে হাইজ্যাক হয়ে গেছিল তা পুনরুদ্ধার করাও ছিল কংগ্রেসের এবারের অধিবেশনের অন্যতম উদ্দেশ্য। সেজন্যই সর্দার প্যাটেলের নামাঙ্কিত অডিটোরিয়ামে কংগ্রেসের অধিবেশন আয়োজিত হয়। অধিবেশনে বারবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্যাটেলের নাম উচ্চারণ করেন এবং প্যাটেলের আদর্শকে সামনে রেখে দল চলবে বলেও ঘোষণা দেন।
অন্যদিকে রাহুল গান্ধী তার সেই পুরানো প্রচার যেমন কাস্ট সেন্সাস, বহুজন, এসসি, এসটি, ওবিসি- এদের নিয়েই আগামীতেও যে রাজনীতি করতে চান তাও স্পষ্ট করে দিয়েছেন। কংগ্রেসের অধিবেশনে বেসরকারী প্রতিষ্ঠানে পিছিয়ে পড়াদের সংরক্ষণ চালুর প্রস্তাব নেওয়া হয়েছে। সংবিধানের ধারা মোতাবেকই অনতিবিলম্বে তা চালু করা হোক চায় কংগ্রেস। এবং সাম্প্রতিক কংগ্রেসের অধিবেশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার সেই পুরানো সংবিধানের কপি হাতে নেওয়া স্টাইলে ফের দেখা গেছে। সুতরাং বলা যায়, কংগ্রেস আগামীতে পিছিয়েপড়াদের অধিকার, বঞ্চনা ইত্যাদি নিয়ে জোরদার লড়াই করতে চায়। গত লোকসভা ভোটের সময়ও একই ইস্যুতে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। গত লোকসভা নির্বাচনে – এর কিছুটা ফায়দা নিয়েছিলো কংগ্রেস। কংগ্রেসের ভোটব্যাঙ্ক বাড়া, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানো, উত্তরপ্রদেশে সমাজবাদীর সাথে জোট বেঁধে ভালো ফল করা-সবটাই ছিল কংগ্রেসের একছকে বাঁধা।
সুতরাং এবারের অধিবেশনের পর কংগ্রেস আবারও প্রকাশ্যে পিছিয়েপড়াদের সামাজিক ন্যায় নিয়ে আন্দোলন যে আরও তেজি করতে চায় তা জানান দিয়ে রাখলো। কংগ্রেস তার নয়া স্ট্র্যাটেজিতে কোন প্রভাব ফেলতে পারে কিনা তাই এখন দেখার বিষয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ছুটির দিনে ক্রেতার ঢল বাজারে,চৈত্র মেলা আগামী বছর থেকে শিশু উদ্যানে: মেয়র!!

অনলাইন প্রতিনিধি :-শহরে সূর্যের প্রচণ্ড তাপদাহের মধ্যেও চৈত্রের শেষ 'সময়ে রিডাকশন সেল মেলা তথা বাজার…

19 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া, মামলা প্রত্যাহার!তদন্ত ঘিরে প্রশ্ন,ক্ষুব্ধ কর্মীদের নালিশ দিল্লীতে!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অফিযানে ক্ষুব্ধ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কাছে করলেন নালিশ।বিশ্ববিদ্যালয়ের প্রায়…

20 hours ago

কাব্যলোকের বর্ষবিদায় ও বর্ষবরণ!!

অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের…

2 days ago

জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!

অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…

3 weeks ago

ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…

3 weeks ago

ডার্ক চকোলেট কি ডায়াবেটিসের ঝুঁকি কমায়?

ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…

3 weeks ago