নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

 নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। বেছে বেছে ৯টি জঙ্গি ঘাঁটিতেই হামলা চালানো হয়। কাশ্মীরের সাধারণ নাগরিকদের যেন কোনও ক্ষতি না হয়, সেই জন্য রাতকেই হামলার সময় হিসাবে বেছে নেয় বায়ুসেনা, অনুমান বিশেষজ্ঞদের।
মার্কাজ তৈবা লস্করদের গুরুত্বপূর্ণ ঘাঁটি এটি। জঙ্গিদের নিয়োগ থেকে প্রশিক্ষণ সবকিছু চলত এই ডেরাতেই। পাকিস্তানের পঞ্জাব প্রদেশেই এটি অবস্থিত। ২০০০ সাল থেকে সেখানে নির্দ্বিধায় চলে আসছিল ‘অপারেশন’।
সর্জল, তেহরা কালান
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারোয়াল জেলার শাকাগড়ের অবস্থিত এই ক্যাম্প। জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর অপর অন্যতম ঘাঁটি। এই ঘাটিটি সীমান্ত সংলগ্ন হওয়ায় এই ঘাঁটি দিয়ে জঙ্গিরা ভারতে প্রবেশ করত। এমনকি, কোনও হামলার পর তারা চোট পেলে সবার প্রথমে এখানেই চিকিৎসার জন্য এসে থাকেন। মার্কাজ আহলে হাদিথ বারনালা
পাকিস্তানের আওতাধীন আজ়াদ কাশ্মীরের ভিমবের এলাকায় তৈরি হয়েছে লস্করদের এই জঙ্গি ঘাঁটি। বারনালা হল পাক অধ্যুষিত কাশ্মীরের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য তৈরি অন্যতম কেন্দ্র। মাশকার রাহিল শহিদ
এটিও পাক আওতাধীন আজাদ কাশ্মীরেরই অংশ। যা হিজবুল-মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর ভারত লাগোয়া অন্যতম শাখা। শাওয়াই নাল্লাহ ক্যাম্প। ২০০০ সালে এই ঘাঁটি তৈরি করে লস্কর গোষ্ঠী। মার্কাজ তৈবার মত এখানে নিয়োগ কাজ চালনা করে তারা। আর তিনটি ঘাঁটি যথাক্রমে শিয়ালকোটে অবস্থিত মেহমুনা জয়া ঘাঁটি, কোটিলে অবস্থিত মার্কাজ আব্বাস ও মার্কাজ সায়েদা বিলালেও হামলা চালিয়েছে ভারত।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.