দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। নয় বছরের নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে রাকেশ পাল (৩২) নামে এক বিবাহিত যুবককে বৃহস্পতিবার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে। ঘটনার স্বল্প সময়ের মধ্যে যথোপযুক্ত বিচার হওয়ায় স্বস্তি সব মহলে। ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ২ জুলাই দিনের বেলায় নয় বছরের নাবালিকা কন্যা পার্শ্ববর্তী রাকেশ পালের বাড়িতে দুধ আনতে যায়। এই সুযোগে রাকেশ পাল ওই মেয়েটিকে একাধিক স্পর্শকাতর জায়গায় এবং গোপন অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এই ঘটনা নাবালিকা বাড়িতে গিয়ে তার মাকে জানালে সঙ্গে সঙ্গে নাবালিকার মা বিলোনিয়া মহিলা থানায় রাকেশ পালের বিরুদ্ধে মামলা করে।
বিলোনিয়া মহিলা থানা অভিযোগ হাতে পেয়ে সাথে সাথেই রাকেশ পালকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ঘটনার কুড়ি দিনের মাথায় মহিলা থানার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (বি), ৫০৯ এবং পকসো আইনে তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেশ। আদালত চার্জশিট পেয়ে এরই মধ্যে দশজনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে। সাক্ষীর সাক্ষ্যবাক্য শেষে রাকেশ পাল কে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে। এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (বি) ধারায় রাকেশ পালকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ১৫,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের হাজত বাসের নির্দেশ দেয় বিচারক। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন বিলোনিয়া মহিলা থানার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক এবং সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…