পঞ্চমীতেই জনঢল রাজধানীতে

 পঞ্চমীতেই জনঢল রাজধানীতে
এই খবর শেয়ার করুন (Share this news)

দুই বছরের ঘাটতি এবার বেশ সুদে আসলে পুষিয়ে নিতে চাইছেন অনেকেই। তাই উদ্বোধনের আগেই এবার বড় আয়োজকদের পুজো মণ্ডপের দরজা উন্মোচন করে দিতে হয়েছে। যার জন্য চতুর্থীর রাতেই বিগ বাজেটের পুজো মণ্ডপ দর্শনার্থীদের দখলে চলে যায়। শুক্রবার পঞ্চমীর সন্ধ্যা হতেই প্যাণ্ডেলমুখী হতে শুরু করে মানুষ। সাতটার পরই শুরু হয় জনঢল। বড় বাজেটের বেশকিছু পুজো প্রাঙ্গণে দেখা গেল প্রাইভেট সিকিউরিটি এবং স্বেচ্ছা সেবকদের দৌড়ঝাঁপ। সন্ধ্যার শুরুর দিকে প্রবীণরাই বিশেষভাবে প্যাণ্ডেলমুখী হয়। তারা ভিড় এড়িয়ে যতদ্রুত সম্ভব ঠাকুর দর্শনপর্ব শেষ করে নিতে চাইছিলেন। কিন্তু স্কুল, কলেজ ফেরত ছাত্রছাত্রীদেরও শুরুর দিকে প্যাণ্ডেলমুখী হতে দেখা গেছে রাজধানীর কিছু পুজো প্রাঙ্গণে। হালকা জলখাবার নেওয়ার পাশাপাশি তারা প্রতিমা দর্শনের কাজটাও সমান্তরালে চালিয়ে যায়। যার জন্য প্যাণ্ডেল সংলগ্ন খাবারের দোকানগুলিতে ব্যস্ততাও বেড়ে যায়। এতে অবশ্য দোকানিদের অভিব্যক্তিতে স্বস্তির অভিব্যক্তিই ধরা পড়ছিল। মহারাজগঞ্জ বাজার সংলগ্ন বনেদি ক্লাব রামঠাকুর সংঘের পুজো কমিটির সম্পাদক নারায়ণ চক্রবর্তী লোক সমাগম নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, পুজো উদ্বোধন হয়নি। এরপরও চতুর্থীর রাত সাড়ে সাতটার পর দর্শনার্থীদের প্যাণ্ডেল খুলে দিতে হয়েছে। তিনি বলেন, দর্শনার্থীদের মধ্যে অনেকেই ছিলেন দূরের। বহু সংখ্যক বয়স্ক দর্শনার্থীও ছিলেন। তাদের জন্য পুজো প্রাঙ্গণ খুলে দেওয়া হয়। তিনি বলেন, ৫৬ বছর ধরে তারা পুজো করছেন। এবার যেমন সাড়া মিলছে শুরুতেই তা আর দেখা যায়নি। এবার রেকর্ড জনসমাগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ক্লাব প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ ঘোষ বললেন, এবার জনঢল হবে। মানুষ সত্যিকারেই এই আনন্দ মিস করছিলেন দুই বছর। এবার বড়সড় পুজোর আয়োজনকে কেন্দ্র করে বেশ ভালোই লাগছে। ছাত্রবন্ধু ক্লাবের কর্মকর্তা সুশান্ত সাহা বললেন, চতুর্থীর রাতে উদ্বোধনের পরই তাদের প্যাণ্ডেল চলে যায় দর্শনার্থীদের দখলে। পঞ্চমীতে ভিড় দ্বিগুণ হবে বলে তিনি আভাস দেন। ক্লাব চত্বরে মহিলা কলেজের ছাত্রী প্রিয়া সাহার কথায় এবার রাজধানীর পুজো মন্দির কেন্দ্রিক হয়ে গেছে। বড়সড় আয়োজন হলেও বৈচিত্র্য বিশেষ নেই। তারপরও পুজোর আমেজ মিলছে। তার সাথে থাকা নিকিতা মহলানবিশ এবং ইশিতা মহলানবিশরাও তার কথাতেই সায় দিল। নেতাজী প্লে সেন্টার ফোরামের পুজো কমিটির সম্পাদক রাজন আচার্য বললেন, চতুর্থীর রাতে উদ্বোধনের পরই এত লোক সমাগম হবে তার আশা ছিল না। রাত ১টা পর্যন্তও প্যাণ্ডেলে ছিল দর্শনার্থী। তিনিও জনঢলের আভাস দিলেন। ক্লাব প্রাঙ্গণে শালবাগান এলাকার গৃহিনী তার মা প্রতিমা রায়কে নিয়ে পুজোতে আসেন। তারা বললেন, এবার পুজোর আয়োজন বেশ বড়সড়। তাই যতটা আগে সম্ভব প্রতিমা দর্শনের কাজ শেষ করে নিতে চাইছেন তারা। ছাত্রবন্ধু ক্লাবের পুজো চত্বরে প্রবীণ অটল দত্ত রায় এসেছিলেন নাতনিকে নিয়ে পুজো দেখতে, তিনি অনেকটা হতাশার সুরেই শোনালেন এখনও অনেক প্যাণ্ডেল প্রতিমাই আসেনি। তাই বড় বাজেটের পুজোগুলি তিনি আগেভাগেই দেখে নিতে চাইছেন। তিনি এ দিন আক্ষেপের সুরেই বললেন, পরিস্থিতি যাই হোক পুজোটা দরকার। এটা বাঙালির ভাবাবেগের সাথে মিশে আছে। মঠ চৌমুহনী ফ্লাওয়ার্স ক্লাব এলাকায় ধলেশ্বরের নিবাসী উত্তর সাহা বললেন, এবারের পুজো নিয়ে তারা যথেষ্ট উৎসাহী। পুজোকে কেন্দ্র করে মানুষের দুর্দশা দূর হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। মঠ চৌমুহনী এলাকায় এক পুলিশ কর্মী বললেন, চতুর্থীর রাতে এমন ভিড় আর দেখেননি। তার কথায় এবার পুজোতে জন সমুদ্র হবে। ভিড় সামলানোর লক্ষ্যে তাদের বাড়তি চিন্তা করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এদিন রাত আটটার মধ্যেও অনেক বড়সড় পুজোর উদ্বোধন হয়নি। তার মধ্যেও পুজো প্রাঙ্গণে দেখা গেছে উৎসাহীদের ভিড়। শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা, সেন্ট্রাল রোড যুব সংস্থা সর্বত্রই ছিল একই চিত্র।

শুভ পঞ্চমীর সন্ধ্যায় আগরতলা আখাউড়া রোডের ওল্ড আর এম এস চৌমুহনীর অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী বোধিসত্ত্বানন্দজী মহারাজ। এই উপলক্ষে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডও অনুষ্ঠিত হয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.