নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
পঞ্চম দিনে পদকশূণ্য ত্রিপুরা
অ্যাথলেটিক্সের হার্ডলস ইভেন্টে ফাইনালে উঠে পদক থেকে অনেকটা দূরেই নিজের অভিযান শেষ করলো ত্রিপুরার অ্যাথলিট সুমিতা দেববর্মা । হরিয়ানার পঞ্চকুলাতে আয়োজিত চতুর্থ খেলো ইণ্ডিয়ার জাতীয় যুব আসরের আজ পঞ্চমদিনে সকালে হার্ডলস প্রতিযোগিতায় সাফল্যের সাথে উন্নীত হয়ে ফাইনালে উঠে পদক জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল সুমিতা । তবে বিকালে এ দিন হার্ডলস প্রতিযোগিতায় ফাইনালে নেমেই নিরাশ করে সে । হার্ডলসে সপ্তম স্থান দখল করে সুমিতা । অন্যদিকে , দুশো মিটার দৌড়ে ফাইনালে উঠে এলো ত্রিপুরার আরেক অ্যাথলিট কুশ কুমার দত্ত । আগামীকাল সকালে ফাইনালে নামছে সে । এখন দেখার কুশ পদক এনে দিতে পারে কি না । আগামীকাল টেনিসে ত্রিপুরার তুইজলাং দেববর্মা কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতায় নামছে ।
আজ থেকে সুইমিং কম্পিটিশন শুরু হয়েছে । সেখানে ত্রিপুরার সুইমাররা নেমেছে । তবে কোনও সাফল্য নেই । জুডো প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে । বডি ওয়েট নেওয়া হচ্ছে । ওয়েটলিফটিং প্রায় শেষ । হরিয়ানা থেকে ত্রিপুরা দলের সেফ দ্য মিশন বিপ্লব কুমার দত্ত জানান , অ্যাথলেটিক্সে কাল ফাইনালে নামছেন কুশ কুমার দত্ত । দেখা যাক কি হয় । তবে এই খেলো ইণ্ডিয়াতে পদক জেতা খুব কঠিন । এখানে হাই পারফরম্যান্স হচ্ছে । বাছাই করা খেলোয়াড়রাই বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে । ফলে লড়াই অনেকটা কঠিন । রেজাল্ট পেতে হলে আরও বেশি সময় নিয়ে প্র্যাকটিসের প্রয়োজন । বেটার পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের সেভাবে তৈরি করতে হবে । তা না হলে সাফল্য আসা সম্ভব নয় । এদিকে , যোগা , থাংতা ও জিমনাস্টিক্স তিন ইভেন্টে ত্রিপুরা টিম আজ হরিয়ানা থেকে আগরতলার উদ্দেশে রওনা হয়েছে ।