পঞ্চায়েতে সব আসনে রেকর্ড ভোটে জয়ী হবে বিজেপি: সুশান্ত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সারা দেশ ও রাজ্যে বিজেপি অপ্রতিরোধ্য।গণতান্ত্রিকভাবে প্রতিটি নির্বাচনে জনগণ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে।লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার সরকার গড়েছে।আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব আসনে ইতিহাসকে ম্লান করে দিয়ে নতুন ইতিহাস তৈরি হয়েছে রেকর্ড ভোটে জয় করার মধ্য দিয়ে।ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও ৬০৫টি পঞ্চায়েতের ৬৩৭০টি আসন ৩৫টি ব্লকের পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসন এবং ৮টি জেলা পরিষদের ১১৭টি আসনে বিজেপি রেকর্ড ভোটে জয়ী হচ্ছে।
মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনা দেখা যাচ্ছে তা থেকে প্রমাণিত মোদিজির প্রতি ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা রয়েছে।মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষদিনে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানীয়া ব্লকের ১১টি পঞ্চায়েত সমিতির আসন ও গ্রাম পঞ্চায়েতের সবকটি আসনে মনোনয়নপত্র জমা দেবার আগে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণ করে একথাগুলো বলেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি বলেন, বিগত দিনে প্রতিটি পঞ্চায়েতে গান্ধীজির স্বপ্নকে বাস্তবায়ন করতে যে সুশাসন প্রদান করা হয়েছে তাতে মানুষ খুশি। প্রধানমন্ত্রী আবাস যোজনা জলজীবন মিশনের মাধ্যমে প্রতিঘরে জল ভাতা সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা প্রকল্পের সুযোগ সঠিকভাবে মানুষ পেয়েছে। তিনি বলেন,গান্ধীজির স্বপ্নকে বাস্তবায়ন করা গ্রামীণ স্বরাজ তৈরি করার জন্য আবারও মানুষ বিজেপিকে বিপুল ভোটে জয়ী করবেন।তিনি গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এবং আদর্শ গ্রাম তৈরির জন্য বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নে মন্রী বলেন,গণতন্ত্রে প্রত্যেক দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।তিনি বলেন, বিজেপি দল গণতন্ত্রে বিশ্বাসী।আমরা চাই বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করুক।তার জন্য প্রশাসন সহযোগিতা করবে বা করে চলছে।কিন্তু মানুষ সিপিএম ও কংগ্রেসে বিশ্বাস রাখতে পারছেন না।প্রার্থী পাচ্ছে না বিরোধীরা।আর প্রার্থী না পেয়ে শাসকদলের প্রতি নানা অভিযোগ তুলছে।
মন্ত্রী বলেন, সিপিএমের শাসনে মানুষ নানাভাবে বঞ্চনার শিকার হয়েছে। আমরা দল মতের ঊর্ধ্বে উঠে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সমস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি।গ্রামীণ এলাকার মানুষ গত পাঁচ বছর যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে তার নিরিখে মানুষ ফের দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়ী করবেন।মন্ত্রী গ্রাম স্বরাজ ও গান্ধীজির স্বপ্নকে বাস্তবায়নের প্রশ্নে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। ভোটারদের নির্বাচনের দিন উৎসবের মেজাজে ভোট প্রদানের কথা বলেন তিনি।

Dainik Digital

Recent Posts

উত্তপ্ত নাগপুর, কার্ফু জারি!!

অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মহারাষ্ট্রের নাগপুরের মহল এলাকা ৷ ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়ার গুজব ছড়ানোয় পাথর…

14 hours ago

ককবরক ভাষার প্রশ্নপত্র বাংলা হরফে, প্রতিবাদে সরব প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-আবারও সিবিএসসি পরিচালিত দশমমানের ককবরক ভাষা পরীক্ষায় বঞ্চিত হলেন রাজ্যের ছাত্রছাত্রীরা।সোমবার অনুষ্ঠিত দশম…

14 hours ago

প্রি-ডায়াবেটিস সম্পর্কে সচেতনতাই কমাবে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা!!

অনলাইন প্রতিনিধি :-প্রিডায়াবেটিস এই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই।এক গবেষণায় জানা গেছে, ৮০ শতাংশই…

14 hours ago

রুখিয়ায় গ্যাস টারবাইন রূপান্তরের কাজ,শুরু হচ্ছে ১-২ মাসের মধ্যে, বিদ্যুতে আগামী পরিকল্পনা জানালেন মন্ত্রী!

অনলাইন প্রতিনিধি :-যাবতীয় প্রস্তুতিচূড়ান্ত।চলতি বছরের আগামী এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের প্রথম দিকে…

15 hours ago

সামনা-র সংশয়!!

সাম্প্রতিক বছরগুলোতে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এমন অনেক পরিস্থিতি দেখা গেছে,যেখানে শত্রুরা বন্ধুতে পরিণত হয়েছে…

15 hours ago

হার্ভের বিরুদ্ধে ৮ জনে খেলে, এক ম্যাচ আগেই নকআউটে ব্লাডমাউথ।।

অনলাইন প্রতিনিধি :-হার্ভেকে গত ম্যাচে হারানোর পরই এ গ্রুপ থেকে সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের…

2 days ago