পঞ্চায়েতের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল আদালত!!

 পঞ্চায়েতের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল আদালত!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য উচ্চ আদালত রাজ্য সরকার ও পঞ্চায়েত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে।ভারতীয় জাতীয় কংগ্রেস ও সিপিআই(এম) এর দায়ের দুটি পৃথক রিট মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালতে বিচারপতি অরিন্দম লোধ ও বিচারপতি এম দত্ত পুরকায়স্থ এই আদেশ দেন।কংগ্রেস দলের তরফে দায়ের রিট মামলায় পঞ্চায়েত নির্বাচনে অনলাইন নমিনেশন প্রদানের সুযোগ প্রদানের জন্য পঞ্চায়েত নির্বাচন কমিশনের উপর নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছিল।কংগ্রেস দলের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ সওয়ালে বলেন, রাজ্যে ভয়াবহ সন্ত্রাসজনিত পরিস্থিতি।৩৫টি ব্লক অফিসের মধ্যে ২৮-৩০টি ব্লকে বিরোধী দলের প্রার্থীরা নমিনেশন জমা দেওয়ার জন্য প্রবেশ করতে পারেনি। দুষ্কৃতকারীরা ব্লক অফিসগুলোর প্রবেশপথে সশস্ত্র পাহারা বসিয়ে রেখেছে।৯০ ভাগ পঞ্চায়েত আসনে জোর করে বিরোধী প্রার্থীদের নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি।এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনকে নিছক প্রহসনে পরিণত করা হচ্ছে।বর্তমান ডিজিটাল যুগে অনলাইন নমিনেশন জমা দেওয়ার সুযোগ সময়ের দাবি এবং এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নিশ্চিত হবে।অনলাইন নমিনেশন নিয়ে নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেনি।রাজ্য আইন দপ্তরে পরামর্শ শিরোধার্য করেছে।অ্যাডভোকেট জেনারেল এস এস দে বলেন, অবাধ সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে। অ্যাডভোকেট জেনারেল রিট মামলাগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন।সিপিএমের পক্ষে বরিষ্ঠ আইনজীবী তাপস দত্ত মজুমদার সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই বলে সওয়াল করেন।উভয় পক্ষের সওয়াল শেষে প্রদত্ত আদেশে মাননীয় উচ্চ আদালত উল্লেখ করেছেন, নির্বাচনি প্রক্রিয়ায় আদালতের হস্তক্ষেপ করার সুযোগ অত্যন্ত সীমিত। ত্রিপুরা পঞ্চায়েত আইন ও বিধি সমূহে অনলাইন নমিনেশন দেওয়ার সংস্থান না থাকায় উচ্চ আদালতের পক্ষে এই বিষয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই।তবে আদালত তার পর্যবেক্ষণে বলেছে, ডিজিটাল প্রযুক্তির অগ্রগতি ও রাজনীতির ক্রমবর্ধমান অপরাধকরণের প্রেক্ষাপটে অনলাইন নমিনেশন জমা দেওয়ার সংস্থানের জন্য প্রয়োজনীয় আইনি সংশোধন জরুরি।পঞ্চায়েত নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করা এবং অনলাইন নমিনেশন প্রদানের সংস্থান নির্বাচনি প্রক্রিয়ার শুদ্ধতা রক্ষায় ও নির্বাচন কমিশনের বিধিবদ্ধ দায়িত্ব পালনে বিরাটভাবে সহায়ক হবে। পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগের প্রতিকার চাওয়ার সুযোগ ত্রিপুরা পঞ্চায়েত আইনে রয়েছে বলে উচ্চ আদালত আদেশে উল্লেখ করেছে।উচ্চ আদালতের রায়ে কংগ্রেস দলের অনলাইন নমিনেশন প্রদানের দাবি নৈতিক যৌক্তিকতা পেয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন আইনজীবী দীপজ্যোতি পাল। কংগ্রেস দলের পক্ষে মামলায় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ ছাড়াও ছিলেন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ প্রমুখ। পঞ্চায়েত কমিশনের পক্ষে ছিলেন বরিষ্ঠ আইনজীবী দেবালয় ভট্টাচার্য। সিপিএমের পক্ষে ছিলেন বরিষ্ঠ আইনজীবী তাপস দত্ত মজুমদার, আইনজীবী শিশির চক্রবর্তী।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.