অনলাইন প্রতিনিধি :-আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা সভাপতি, মণ্ডল সভাপতি এবং মোর্চা সভাপতিদের নিয়ে বৈঠক করলো প্রদেশ বিজেপি শীর্ষ নেতৃত্ব।ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু।রাজ্যের সবকটি পঞ্চায়েত এবং বুথে পদ্মফুল ফোটানোর সংকল্প নিয়ে শীঘ্রই রাজ্যব্যাপী প্রচার কর্মসূচিতে নামতে চলেছে পদ্ম শিবির।মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতৃত্ব সবাই সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের পথ অনুসরণ করে পঞ্চায়েত নির্বাচনে সমষ্টিগত কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। এদিন বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে শাসক দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন,লোকসভা নির্বাচনে দলের ফলাফলের প্রেক্ষিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কর্মীদের কুর্নিশ জানিয়েছেন। তৃতীয় এনডিএ সরকারের শপথগ্রহণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে রাজ্যে দলের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান। বিজেপি মুখপাত্র শ্রীচক্রবর্তী বলেন, লোকসভা ভোটে রাজ্যের ফলাফল আলোড়ন তৈরি করেছে।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সবকটি বুথে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন। বিজেপি মুখপাত্র জানান, এই লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ হয়েছে। পশ্চিম ত্রিপুরায় ১৬৯৫টি বুথের মধ্যে বিজেপি ১৬৭১টি বুথে জয়ী হয়েছে। ২৪টি বুথে বিরোধীরা এগিয়ে যেতে সক্ষম হয়েছে।পূর্ব ত্রিপুরা আসনে ১৬৬৩টি
বুথের মধ্যে ১৫৯৯ টি বুথে জয় পেয়েছে পদ্ম শিবির। চৌষট্টি বুথে এগিয়ে যেতে পেরেছে বিরোধীরা। বিধানসভা কেন্দ্রের হিসেবে ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৪টি বিধানসভা কেন্দ্রেই লিড নিয়েছে বিজেপি।বিজেপি মুখপাত্র বলেন, এই ফলাফলের নিরিখে আসন্ন পঞ্চায়েত ভোটে দলীয় অবস্থান স্থির করা হবে।যেখানে দুর্বলতা ছিল তা কাটানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।প্রতিটি বুথেই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে পদ্মশিবির।এদিনের বৈঠকে বিজেপির আগামীদিনের কার্যক্রমগুলিও স্থির করা হয়েছে।২১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় কার্যক্রম অনুসরণ করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।জুন মাসের শেষ দিক থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে বর্ধিত আকারের কার্যকারিণী বৈঠক করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে পদ্মশিবির। সোমবারও রাজ্যের মন্ত্রী ও বিধায়কগণ সহ প্রদেশ বিজেপি রাজ্য নেতৃত্ব বৈঠক করেন।এদিনের বৈঠকে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলেরও পর্যালোচনা হয়।
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…