পঞ্চায়েত ভোটেও সমবেত প্রচেষ্টা চাইলেন মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা সভাপতি, মণ্ডল সভাপতি এবং মোর্চা সভাপতিদের নিয়ে বৈঠক করলো প্রদেশ বিজেপি শীর্ষ নেতৃত্ব।ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু।রাজ্যের সবকটি পঞ্চায়েত এবং বুথে পদ্মফুল ফোটানোর সংকল্প নিয়ে শীঘ্রই রাজ্যব্যাপী প্রচার কর্মসূচিতে নামতে চলেছে পদ্ম শিবির।মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতৃত্ব সবাই সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের পথ অনুসরণ করে পঞ্চায়েত নির্বাচনে সমষ্টিগত কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। এদিন বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে শাসক দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন,লোকসভা নির্বাচনে দলের ফলাফলের প্রেক্ষিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কর্মীদের কুর্নিশ জানিয়েছেন। তৃতীয় এনডিএ সরকারের শপথগ্রহণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে রাজ্যে দলের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান। বিজেপি মুখপাত্র শ্রীচক্রবর্তী বলেন, লোকসভা ভোটে রাজ্যের ফলাফল আলোড়ন তৈরি করেছে।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সবকটি বুথে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন। বিজেপি মুখপাত্র জানান, এই লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ হয়েছে। পশ্চিম ত্রিপুরায় ১৬৯৫টি বুথের মধ্যে বিজেপি ১৬৭১টি বুথে জয়ী হয়েছে। ২৪টি বুথে বিরোধীরা এগিয়ে যেতে সক্ষম হয়েছে।পূর্ব ত্রিপুরা আসনে ১৬৬৩টি
বুথের মধ্যে ১৫৯৯ টি বুথে জয় পেয়েছে পদ্ম শিবির। চৌষট্টি বুথে এগিয়ে যেতে পেরেছে বিরোধীরা। বিধানসভা কেন্দ্রের হিসেবে ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৪টি বিধানসভা কেন্দ্রেই লিড নিয়েছে বিজেপি।বিজেপি মুখপাত্র বলেন, এই ফলাফলের নিরিখে আসন্ন পঞ্চায়েত ভোটে দলীয় অবস্থান স্থির করা হবে।যেখানে দুর্বলতা ছিল তা কাটানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।প্রতিটি বুথেই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে পদ্মশিবির।এদিনের বৈঠকে বিজেপির আগামীদিনের কার্যক্রমগুলিও স্থির করা হয়েছে।২১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় কার্যক্রম অনুসরণ করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।জুন মাসের শেষ দিক থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে বর্ধিত আকারের কার্যকারিণী বৈঠক করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে পদ্মশিবির। সোমবারও রাজ্যের মন্ত্রী ও বিধায়কগণ সহ প্রদেশ বিজেপি রাজ্য নেতৃত্ব বৈঠক করেন।এদিনের বৈঠকে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলেরও পর্যালোচনা হয়।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

7 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

12 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

12 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

12 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago