অনলাইন প্রতিনিধি :-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মণ্ডলভিত্তিক তৎপরতা শুরু করে দিয়েছে পদ্ম শিবির। বুথগুলিকে সুসংগঠিত করে তোলার লক্ষ্যে মণ্ডলস্তরের কর্মর্তাদের তোরজোর চলছে। পৃষ্ঠা প্রমুখদেরও তৃণমূল স্তরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত দায়িত্ব অর্পণ করা হয়েছে।সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে সব জায়গাগুলিতে শাসক শিবিরে দুর্বলতা ধরা পড়েছে তা কাটানোর লক্ষ্যেও সমান্তরালে শুরু হয়েছে তৎপরতা। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরায় ১৬৯৫টি বুথের মধ্যে বিজেপি ১৬৭১টি বুথে জয়ী হয়েছে। ২৪টি বুথে বিরোধীরা এগিয়ে যেতে সক্ষম হয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে ১৬৬৩টি বুথের মধ্যে ১৫৯৯ বুথে জয় পেয়েছে পদ্ম শিবির। ৬৪টি বুথে এগিয়ে যেতে পেরেছে বিরোধীরা। বিধানসভা কেন্দ্রের হিসেবে ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৪টি বিধানসভা কেন্দ্রেই লিড নিয়েছে বিজেপি। পঞ্চায়েত ভোটে সব কয়টি বুথেই বিরোধীদের পেছনে ফেলার লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া শিবির। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কর্মীদের এমনই বার্তা দিয়েছেন।
প্রার্থী নির্বাচনের কাজেও অনেকটা এগিয়ে গেছে পদ্ম শিবির। এই কাজ সম্পন্ন করার লক্ষ্যে আগামী কিছুদিনের মধ্যেই কমিটি ঘোষণাকরতে চলেছে প্রদেশ বিজেপি। ওই কমিটির তত্ত্বাবধানে তালিকা চূড়ান্ত হবে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই পদ্ম শিবির প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে বলে জানা গেছে। বিজেপির সূত্র জানান, জুলাই মাসের প্রথম দিকে পঞ্চায়েত ভোট ঘোষিত হতে পারে। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ইতিমধ্যে দুই দফার বৈঠকে পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করে নিয়েছে শাসক শিবির। প্রতিটি পঞ্চায়েত দখলের লক্ষ্য নিয়ে মাঠ ঝাপাতে চলেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে দায়িত্ব দেওয়া হয়েছে শীর্ষস্থানের নেতাদের। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আসন্ন
পঞ্চায়েত ভোটে দলীয় অবস্থান স্থির করা হবে। আসন্ন ভোটে বিরোধীদের বিভ্রান্তি তৈরির সুযোগ দিতে চাইছে না শাসক শিবির। এদিকে পঞ্চায়েত ভোটের তৎপরতার পাশাপাশি প্রদেশ বিজেপির শীর্ষ পর্যায়ের সাংগঠনিক তৎপরতাও শুরু হয়েছে।জুলাই মাসের মাঝামাঝি সময়ে বর্ধিত আকারের কার্যকারিণী বৈঠক করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে পদ্মশিবির।বর্ধিত পরিসরে এই রাজ্যস্তরের বৈঠক করতে চাইছে শাসক শিবির।যার জন্য মণ্ডলস্তরের নেতাদেরও ওই বৈঠকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…