পঞ্জাব-রাজস্থানে হাই অ্যালার্ট জারি, বন্ধ স্কুল!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্জাব এবং রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হলো। পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে পঞ্জাবে ৷ রাজস্থানে, সীমান্ত এলাকা প্রায় ১০৭০ কিলোমিটার বিস্তৃত। পঞ্জাব পুলিশের ডিজি’র দফতর থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে, প্রশাসনিক কারণে ৭ মে থেকে পঞ্জাব পুলিশের সমস্ত আধিকারিক কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, “কেবলমাত্র বিশেষ পরিস্থিতিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই ছুটি মঞ্জুর করা হবে ৷ রাজ্য সরকার পঞ্জাবের ছয়টি সীমান্ত জেলা যথাক্রমে ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসর, গুরুদাসপুর এবং তারানের সমস্ত স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।