প্রাকৃতিক বিপর্যয় এবং সড়ক ও রেলপথে ত্রিপুরা বিচ্ছিন্ন হবার সুযোগ নিয়ে রাজ্যের বাজারগুলিতে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম । সবচেয়ে বেশি দাম বেড়েছে বহি : রাজ্য থেকে আসে এমন পচনশীল পণ্য ও সবজির । সুযোগ বুঝে পাইকারি ব্যবসায়ীরাই পণ্যের লাগামহীন দাম বাড়াচ্ছে বলে খুচরো বিক্রেতাদের অভিযোগ । চাল , ডাল , তেল , পেঁয়াজ , আলু সহ সব ধরনের পণ্যের দাম আকাশছোঁয়া । মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ব্যবস্থা নেই । ক্রেতাদের অভিযোগ , সব পণ্যেরই এক এক বাজারে এক একরকম দাম । যেমন ২৫ কেজি ওজনের কোনও একটি চালের বস্তার দাম আগরতলার বাজারে কোথাও ৯০০ টাকা আবার অন্য কোথাও ১০০০ টাকা । ব্যবসায়ীরা যার যেমন খুশি দাম হাঁকচ্ছেন । রেল ও সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় বিক্রেতারাও আতঙ্কিত হয়ে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন ।
বাড়িতে নিত্যপণ্যের মজুত করতে পড়িমরি অবস্থা সাধারণ মানুষের । কিন্তু লক্ষণীয় ঘটনা হলো , নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে যেমন প্রশাসন নীরব দর্শক , তেমনি সড়কপথ কবে নাগাদ সচল হবে এবং পণ্যের পর্যাপ্ত জোগান আছে কি না এ সম্পর্কে জনসাধারণকে নিশ্চিত করতে নির্বাক ভূমিকা পালন করে চলেছে । রাজ্যের একমাত্র লাইফলাইন জাতীয় সড়ক অচল । রেলপথও এক মাসের বেশি সময় বন্ধ । বহি : রাজ্য থেকে বিকল ব্যবস্থায় প্রয়োজনীয় পণ্য আনতে প্রশাসনের বা সরকারের তরফে কী উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে সরকারী বিবৃতি এখন অবধি প্রচার হয়নি । ফলে সুযোগের সদ্ব্যবহার করছে ব্যবসায়ীরা । পাশাপাশি জনগণের আতঙ্ক , উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আরও বেশি কালোবাজারি ও কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে জনগণের পকেট লুটছে ।
জানা গেছে , জাতীয় সড়কের মেঘালয়ের লুমসনাং এলাকায় রাস্তা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে । সোনাপুর সহ একাধিক জায়গায় ধস পড়লেও সেগুলি দুয়েকদিনের মধ্যে সরানো সম্ভব হলেও নিশ্চিহ্ন রাস্তা সহজে তৈরি অসম্ভব । কারণ এখনও সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে । এ অবস্থায় আটকে পড়া বহু নিত্যপণ্যবাহী গাড়ি পুনরায় গুয়াহাটি ফিরে গেছে । এর মধ্যে ফল , পেঁয়াজ , আলু , ডিম , মাছ ইত্যাদি , পণ্যের গাড়িই বেশি বলে সেখানে আটকে পড়া ট্রাক চালকদের কাছ থেকে জানা গেছে । ফলে এসব পণ্যের সঙ্কট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে । ইতিমধ্যে বাজারগুলিতে আলুর দামও বৃদ্ধি পেয়েছে । দাম নিয়ন্ত্রণে রাজ্যের হিমঘরগুলিতে মজুত আলু বাজারে ছাড়ার প্রয়োজনীয়তা দেখা দিলেও এ ব্যাপারে সরকারী উদ্যোগ জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়ে কিংবা কার্গো বিমানে জরুরি পণ্য আনার ব্যাপারেও সরকার কার্যকর পদক্ষেপ নিক চাইছে রাজ্যের আপামর মানুষ ।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…