পণ্যের বেলাগাম মূল্য, নির্বাক প্রশাসন

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রাকৃতিক বিপর্যয় এবং সড়ক ও রেলপথে ত্রিপুরা বিচ্ছিন্ন হবার সুযোগ নিয়ে রাজ্যের বাজারগুলিতে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম । সবচেয়ে বেশি দাম বেড়েছে বহি : রাজ্য থেকে আসে এমন পচনশীল পণ্য ও সবজির । সুযোগ বুঝে পাইকারি ব্যবসায়ীরাই পণ্যের লাগামহীন দাম বাড়াচ্ছে বলে খুচরো বিক্রেতাদের অভিযোগ । চাল , ডাল , তেল , পেঁয়াজ , আলু সহ সব ধরনের পণ্যের দাম আকাশছোঁয়া । মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ব্যবস্থা নেই । ক্রেতাদের অভিযোগ , সব পণ্যেরই এক এক বাজারে এক একরকম দাম । যেমন ২৫ কেজি ওজনের কোনও একটি চালের বস্তার দাম আগরতলার বাজারে কোথাও ৯০০ টাকা আবার অন্য কোথাও ১০০০ টাকা । ব্যবসায়ীরা যার যেমন খুশি দাম হাঁকচ্ছেন । রেল ও সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় বিক্রেতারাও আতঙ্কিত হয়ে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন ।

বাড়িতে নিত্যপণ্যের মজুত করতে পড়িমরি অবস্থা সাধারণ মানুষের । কিন্তু লক্ষণীয় ঘটনা হলো , নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে যেমন প্রশাসন নীরব দর্শক , তেমনি সড়কপথ কবে নাগাদ সচল হবে এবং পণ্যের পর্যাপ্ত জোগান আছে কি না এ সম্পর্কে জনসাধারণকে নিশ্চিত করতে নির্বাক ভূমিকা পালন করে চলেছে । রাজ্যের একমাত্র লাইফলাইন জাতীয় সড়ক অচল । রেলপথও এক মাসের বেশি সময় বন্ধ । বহি : রাজ্য থেকে বিকল ব্যবস্থায় প্রয়োজনীয় পণ্য আনতে প্রশাসনের বা সরকারের তরফে কী উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে সরকারী বিবৃতি এখন অবধি প্রচার হয়নি । ফলে সুযোগের সদ্ব্যবহার করছে ব্যবসায়ীরা । পাশাপাশি জনগণের আতঙ্ক , উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আরও বেশি কালোবাজারি ও কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে জনগণের পকেট লুটছে ।

জানা গেছে , জাতীয় সড়কের মেঘালয়ের লুমসনাং এলাকায় রাস্তা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে । সোনাপুর সহ একাধিক জায়গায় ধস পড়লেও সেগুলি দুয়েকদিনের মধ্যে সরানো সম্ভব হলেও নিশ্চিহ্ন রাস্তা সহজে তৈরি অসম্ভব । কারণ এখনও সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে । এ অবস্থায় আটকে পড়া বহু নিত্যপণ্যবাহী গাড়ি পুনরায় গুয়াহাটি ফিরে গেছে । এর মধ্যে ফল , পেঁয়াজ , আলু , ডিম , মাছ ইত্যাদি , পণ্যের গাড়িই বেশি বলে সেখানে আটকে পড়া ট্রাক চালকদের কাছ থেকে জানা গেছে । ফলে এসব পণ্যের সঙ্কট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে । ইতিমধ্যে বাজারগুলিতে আলুর দামও বৃদ্ধি পেয়েছে । দাম নিয়ন্ত্রণে রাজ্যের হিমঘরগুলিতে মজুত আলু বাজারে ছাড়ার প্রয়োজনীয়তা দেখা দিলেও এ ব্যাপারে সরকারী উদ্যোগ জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়ে কিংবা কার্গো বিমানে জরুরি পণ্য আনার ব্যাপারেও সরকার কার্যকর পদক্ষেপ নিক চাইছে রাজ্যের আপামর মানুষ ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

17 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

18 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

18 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

18 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

18 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

19 hours ago