পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি পরীক্ষা চলছে!!
অনলাইন প্রতিনিধি :-জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসেবে ঊনকোটি জেলায় ম্যালেরিয়া তথা অন্যান্য পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মশারি বিতরণ করার পরিকল্পনা রয়েছে।মোট ৫৭ হাজারের উপর মশারি বিতরণ করা হবে ম্যালেরিয়া অধ্যুষিত অঞ্চলগুলির মধ্যে। ইতিমধ্যে মশারি বিতরণ চলছে।আগামী কয়েকদিনের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে। তাছাড়া জেলা জুড়ে প্রতিটি বাড়িতে বাড়িতে আশা কর্মী, এএনএমও, এমপিডব্লিউ কর্মীরা যাচ্ছেন। তারা বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শারীরিক পরীক্ষা করছেন।যদি জ্বরের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করা হচ্ছে। তাছাড়াও তারা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর মশা যে জায়গাগুলোতে জন্মায় সে জায়গাগুলো দেখলে সেই জায়গা সম্পর্কে পরিবারের সদস্যদের ওয়াকিবহাল করছেন।তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে বুঝাচ্ছেন যে, ডেঙ্গু থেকে কীভাবে বাঁচা যায়।যে জায়গাগুলোতে মশারি বিতরণ করা হয়ে গেছে এখন পর্যন্ত সেই সব বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের নিয়মিতভাবে মশারি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন আশা, এএনএম ও এমপিডব্লিউ কর্মীরা।এই জেলার মোট ২৯ টি গ্রামকে ম্যালেরিয়া অধ্যুষিত এলাকা হিসেবে
ঘোষণা করা হয়েছে।সেই সমস্ত গ্রামে আরও তীব্রতর নজরদারি চলছে বলে জানান,জেলা ম্যালেরিয়া অফিসার ডা.শঙ্খ শুভ্র দেবনাথ।তিনি বলেন,আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করছেন।
ম্যালেরিয়া রোগ সংক্রমণের জন্য প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, মহকুমা হাসপাতাল,প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল প্রস্তুত রয়েছে।
যথেষ্ট পরিমাণে ম্যালেরিয়া রোগের ওষুধ, পরীক্ষা সামগ্রী রয়েছে।জানা গেছে,এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জেলাশাসকের পৌরোহিত্যে ইন্টার সেক্টরেল কনভারজেন্স অনুষ্ঠিত হবে সমস্ত মেডিকেল অফিসার, ইনচার্জ, বিডিও,এসডিএম, শিক্ষা দপ্তর ও অঙ্গনওয়াড়ি দপ্তরকে নিয়ে। যাতে ম্যালেরিয়া কিংবা অন্যান্য পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে পারে।