পত্রিকা বিলিতে বাধা, উদ্বেগ!

এই খবর শেয়ার করুন (Share this news)

ভোট গণনা শেষ হওয়ার তিনদিন পর রাজ্যের নানা জায়গা থেকে হিংসার খবর আসছে। শুধু তাই নয়, একাংশ দুর্বৃত্ত রাজ্যের নানা জায়গায় পত্রিকা বিলিতেও বাধা দিচ্ছে। গত শুক্রবার থেকে রাজ্যের একাধিক জায়গা থেকে পত্রিকা বিলিতে বাধা ও হুমকির খবর আসছে। পত্রিকা হকারদের উপর হুলিয়া জারি করা হয়েছে। কয়েকজনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই অবস্থায় গত তিনদিন ধরে রাজ্যের কিছু কিছু জায়গায় পত্রিকা বিলি বন্ধ। পাঠকরা পত্রিকা পাচ্ছে না। এ নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, কিছু অতি উৎসাহী দুষ্কৃতী এইসব করছে। এতে সরকার ও প্রশাসনের বদনাম হচ্ছে। এখনই এইসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। শান্তিরবাজারেও চলছে উপর্যুপরি সন্ত্রাস। দিন দিন সন্ত্রাসের নতুন রূপ দেখতে পাচ্ছে শান্তিরবাজারবাসী। দুষ্কৃতীদের আক্রমণে ধ্বংস হচ্ছে মানুষের বাড়িঘর, রাবার বাগান, যানবাহন সহ অজস্র সম্পত্তি। সেই সঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। এমনকি শারীরিক নিগ্রহ ও মেরে গুরুতর আহত করা হচ্ছে। সন্ত্রাস বন্ধে স্থানীয় শাসক দলীয় নেতৃত্ব কড়া মনোভাব নিয়েছেন। যেকোনও মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেমন আহ্বান জানাচ্ছেন তেমনি পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে আবেদন
জানিয়েছেন।নির্বাচনের ফল প্রকাশের দিন দুপুরবেলা থেকে এই সন্ত্রাসের সূচনা হয় অতি উৎসাহী তিপ্রামথার উগ্র সমর্থকদের হাত ধরে। চতুর্থ রাউণ্ডের গণনা শেষে তিপ্ৰা মথা পিছিয়ে পড়ার পর শান্তিরবাজার মহকুমাশাসকের অফিস সংলগ্ন স্থানে তারা সাধারণ জনগণের উপর অত্যাচার শুরু করে। যেখানে তিপ্ৰা মথা, সিপিআই(এম), কংগ্রেস, তৃণমূল পার্টির কর্মী- সমর্থকদের জড়ো হওয়ার জন্য জায়গা দেওয়া হয়েছে রিটার্নিং আধিকারিকের আদেশে, সেখানকার স্থানীয় বাসিন্দারা অধিকাংশ বাঙালি। দুপুরের পরে সে সব বাসিন্দাদের বাড়িঘর, রাবার বাগান, সতেরোটি বাইক, ছয়টি গাড়ি তারা ভাঙচুর করে।আহত হয় কমপক্ষে ছাব্বিশজন লোক। তার মধ্যে একজন সাব ইনস্পেক্টর, একজন জওয়ান । গুরুতর দুইজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিজয়ী প্রমোদ রিয়াং শুক্লাচরণ নোয়াতিয়া এবং সুমন দেবনাথ সহ অন্য প্রতিনিধিরা। যুবমোর্চার জেলা সভাপতি সমুন দেবনাথ সাংবাদিক সম্মেলন করে শান্তিরবাজার মহকুমার সকল পার্টির সদস্যদের শাস্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন। জাতি-উপজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী গুজবে কান না দিতে বলেন। মহকুমাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ করেন দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার।মহকুমা আধিকারিকও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে আদেশ জারি করেন। সে মোতাবেক শনিবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ করা হয় এবং সন্ত্রাস বন্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

10 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

10 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

20 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

20 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

21 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

21 hours ago