Categories: দেশ

পথে যানজট, মেয়েকে নিয়ে বাড়ি পৌঁছতে বিমান ভাড়া বাবার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পয়সা নাকি কথা বলে!প্রবাদটা যে মিথ্যা নয়, চিনের এই ঘটনা তারই এক খণ্ডচিত্র। চিন, হংকং, তাইওয়ানে ‘লুনার নিউ ইয়ার’ বা চান্দ্র নববর্ষ বছরের অন্যতম সেরা সামাজিক উৎসব। চান্দ্র পঞ্জিকা মতে, বছরের সেদিন আকাশে উদিত হয় নতুন চাঁদ। এ বছর দিনটি ছিল গত ১০ ফেব্রুয়ারী। এই উৎসবকে ঘিরে আগামী পনেরো দিন ধরে চলে ‘স্প্রিং ফেস্টিভ্যাল’ বা বসন্তোৎসব। আমাদের দুর্গাপুজোয় পথে-ঘাটে যেমন মানুষের ভিড় থাকে, চিনে এই উৎসব ঘিরে তেমনই জনসমাগম হয়। সারা রাত ধরে খোলা থাকে বাজার- হাট। সাত বছরের মেয়েকে ঠিক সময়ে বাড়িতে পৌঁছে দিতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন বাবা। গাড়িতে গেলে তিন ঘণ্টার পথ। কিন্তু রাস্তায় বেরিয়ে বাবা দেখেন, বিশাল যানজট। তা ভেদ করে সঠিক সময়ে মেয়েকে নিয়ে বাড়ি পৗঁছনো সম্ভবই নয়। তারপর একরত্তি মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা যা করলেন, তাকে চমকপ্রদ বললেও কম বলা হয়।
ঘটনাটি ঘটেছে চিনের আনহুই প্রদেশে। মেয়েকে নিয়ে গাড়িতে নিকটবর্তী বিমানবন্দরে পৌঁছলেন বাবা। তারপর দুই আসনের একটি আস্ত বিমান ভাড়া করে চেপে বসলেন জু দু’জনে। তিন ঘণ্টার পথ বাবা-মেয়ে পৌঁছে গেলেন সাকুল্যে ৫০ মিনিটে। চিনের সরকারি সংবাদপত্র ‘সাউথ অ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির নাম ওয়াং। লুনার নিউ ইয়ার উৎসব উপলক্ষে মেয়েকে দেশের বাড়িতে পাঠাতে চেয়েছিলেন ওয়াং। উৎসবের রাস্তায় যানজট ঠেলে গাড়ি করে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যেত। কন্যার উৎসবের উদ্যাপনে কোনও খামতি থাকুক, চাননি বাবা। ওয়াং বলেছেন, ‘সাত বছরের বাচ্চা মেয়ে আমার। গোটা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে বসে থাকে। আমি চাইনি, কোনও প্রকারে
ওয়াং জানান, মেয়ের জন্যই ছোটখাটো বিমান ভাড়া করেছিলেন তিনি। তাতে বাবা-মেয়ে দুজনের বসার মতোই জায়গা ছিল। ওয়াং জানান, ওই বিমান ভাড়া করতে তার খরচ হয়েছে ১১ লক্ষ ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা)। ওই বিমানটি ট্যাঙ্ক ভর্তি জ্বালানিতে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।বিমান যাত্রার ফলে তার অন্তত দু’ঘণ্টা সময় বেঁচেছে বলেও জানিয়েছেন ওয়াং। এদিকে চিনের আর এক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, যাত্রীদের চাহিদার ছে কথা মাথায় রেখে ১০ তারিখ চিন জুড়ে ১৮৭৩টি প্যাসেঞ্জার ট্রেন বাড়তি চালানো হয়েছে। সেই আবহেই মেয়েকে বাড়ি পৌঁছতে বিমান ভাড়া করেছেন ওয়াং।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

23 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

23 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago