পথ চলা শুরু মহিলা পরিচালিত কৃষি মহকুমার!

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ রাজ্যের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত কৃষি মহকুমার পথ চলা শুরু হয়েছে । এটি রাজ্যের ৩৮ তম কৃষি মহকুমা । টেপানিয়া কৃষি মহকুমা কার্যালয়ের ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা । গোমতী জেলার টেপানিয়া ব্লকের টেপানিয়া কৃষি মহকুমার বুধবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা বলেন , কৃষকরা হচ্ছে বর্তমান সময়ের মেরুদণ্ড । কারণ কৃষকরা শস্য উৎপাদন না করলে আমাদের খাদ্য মিলবে না । তাই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের নানা সুযোগ সুবিধামূলক প্রকল্প চালু করেছে । প্রাথমিকভাবে গকুলপুর কৃষি উপঅধিকর্তা অফিস চত্বরে এই অফিসের কাজকর্ম চলবে । ১ টি কৃষি সেক্টর বাগমা , ৭ টি ভিএলডব্লিউ স্টোর , ১৯ টি গ্রাম পঞ্চায়েত , উদয়পুর পুর পরিষদের ১৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় এই কৃষি মহকুমা । এতোদিন মাতাবাড়ি কৃষি মহকুমার সাথে যুক্ত ছিল । ১ লক্ষ ২ হাজার ৫৪১ জন জনসংখ্যা রয়েছে এই নতুন কৃষি মহকুমাতে । শিলাছড়ি ব্লকে একটি কৃষি মহকুমা ও উদয়পুর গকুলপুর কৃষি আধিকারিক অফিস চত্বরে আইটি সুবিধা যুক্ত একটি উন্নতমানের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে দপ্তর থেকে । মুখ্যমন্ত্রী এ দিন বলেন , আজকের দিনটি বিশেষ করে রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত গর্বের দিন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহিলাদের ক্ষমতায়ন ও সশক্তিকরণে পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে । রাজ্য সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে মহিলাদের সশক্তিকরণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরাতে বর্তমানে সরকারী চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। মহিলাদের সুরক্ষার কথা ভেবে রাজ্য সরকার ১০৯ হেল্পলাইন চালু করেছে । এখন থেকে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজের মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে । মহিলাদের সামাজিক নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য আগরতলা শহরে ৪০০ টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে । এরমধ্যে ১৫০ টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , ফুল চাষে রাজ্যকে আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য ৫৭৪ হেক্টর জমিতে ফুল চাষের আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি জানান কোভিড চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর রিলিফ ফাণ্ড থেকে ৬৯৩ জন ফুলচাষিকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী পরিবার যোজনার মাধ্যমে এক লক্ষ ৮৮ হাজার ৭০৫ টি পরিবারকে ২৬ লক্ষের উপর সুপারি , পেঁপের চারা এবং উন্নতমানের বীজ প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে । আজ ত্রিপুরাতে এই প্রথম সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত টেপানিয়া কৃষি মহকুমা কার্যালয়ের পথচলা শুরু হয়েছে । শুধু তাই নয় ভারতবর্ষে প্রথম ত্রিপুরা রাজ্যের ৩৮ তম কৃষি ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের আত্মনির্ভরতা , আত্ম সম্মান , মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে । তিনি বলেন , কৃষকদের আয় বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি মজবুত হবে । তাই কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে । আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে আরও পাঁচটি নতুন কৃষি মহকুমা এবং একটি উদ্যান মহকুমা জম্পুইজলাতে খোলা হবে ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

9 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

10 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

12 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

12 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

12 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

12 hours ago