রাজ্যের কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ রাজ্যের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত কৃষি মহকুমার পথ চলা শুরু হয়েছে । এটি রাজ্যের ৩৮ তম কৃষি মহকুমা । টেপানিয়া কৃষি মহকুমা কার্যালয়ের ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা । গোমতী জেলার টেপানিয়া ব্লকের টেপানিয়া কৃষি মহকুমার বুধবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা বলেন , কৃষকরা হচ্ছে বর্তমান সময়ের মেরুদণ্ড । কারণ কৃষকরা শস্য উৎপাদন না করলে আমাদের খাদ্য মিলবে না । তাই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের নানা সুযোগ সুবিধামূলক প্রকল্প চালু করেছে । প্রাথমিকভাবে গকুলপুর কৃষি উপঅধিকর্তা অফিস চত্বরে এই অফিসের কাজকর্ম চলবে । ১ টি কৃষি সেক্টর বাগমা , ৭ টি ভিএলডব্লিউ স্টোর , ১৯ টি গ্রাম পঞ্চায়েত , উদয়পুর পুর পরিষদের ১৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় এই কৃষি মহকুমা । এতোদিন মাতাবাড়ি কৃষি মহকুমার সাথে যুক্ত ছিল । ১ লক্ষ ২ হাজার ৫৪১ জন জনসংখ্যা রয়েছে এই নতুন কৃষি মহকুমাতে । শিলাছড়ি ব্লকে একটি কৃষি মহকুমা ও উদয়পুর গকুলপুর কৃষি আধিকারিক অফিস চত্বরে আইটি সুবিধা যুক্ত একটি উন্নতমানের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে দপ্তর থেকে । মুখ্যমন্ত্রী এ দিন বলেন , আজকের দিনটি বিশেষ করে রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত গর্বের দিন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহিলাদের ক্ষমতায়ন ও সশক্তিকরণে পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে । রাজ্য সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে মহিলাদের সশক্তিকরণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরাতে বর্তমানে সরকারী চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। মহিলাদের সুরক্ষার কথা ভেবে রাজ্য সরকার ১০৯ হেল্পলাইন চালু করেছে । এখন থেকে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজের মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে । মহিলাদের সামাজিক নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য আগরতলা শহরে ৪০০ টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে । এরমধ্যে ১৫০ টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , ফুল চাষে রাজ্যকে আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য ৫৭৪ হেক্টর জমিতে ফুল চাষের আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি জানান কোভিড চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর রিলিফ ফাণ্ড থেকে ৬৯৩ জন ফুলচাষিকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী পরিবার যোজনার মাধ্যমে এক লক্ষ ৮৮ হাজার ৭০৫ টি পরিবারকে ২৬ লক্ষের উপর সুপারি , পেঁপের চারা এবং উন্নতমানের বীজ প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে । আজ ত্রিপুরাতে এই প্রথম সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত টেপানিয়া কৃষি মহকুমা কার্যালয়ের পথচলা শুরু হয়েছে । শুধু তাই নয় ভারতবর্ষে প্রথম ত্রিপুরা রাজ্যের ৩৮ তম কৃষি ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের আত্মনির্ভরতা , আত্ম সম্মান , মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে । তিনি বলেন , কৃষকদের আয় বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি মজবুত হবে । তাই কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে । আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে আরও পাঁচটি নতুন কৃষি মহকুমা এবং একটি উদ্যান মহকুমা জম্পুইজলাতে খোলা হবে ।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…