Categories: Uncategorized

পদত্যাগ করতে বাধ্য হলেন বিপ্লবঃ জিতেন্দ্র

এই খবর শেয়ার করুন (Share this news)

তিপ্রা মথার সংবিধানিক অধিকার ও অধিক ক্ষমতায়নের দাবিকে সমর্থন করল সিপিআই ( এম ) । সিপিএম নেতৃত্ব মনে করে তিপ্রা মথার দাবি সংবিধানসম্মত । সাংবিধানিক অধিকার মোতাবেক এই দাবি করা যেতে পারে । এই দাবি বাস্তব অথবা অবাস্তবসম্মত কিনা এটা ভিন্ন প্রসঙ্গ । তবে , থানসা , শান্তি ও উন্নয়নের পক্ষে রয়েছে সিপিএম । থানসার মাধ্যমে উপজাতি যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে , কৃষ্টি , সংস্কৃতি , ট্রাইবেল সমাজের মান -উন্নয়নে ১৯৭৮ সাল থেকেই কাজ করছে দল । এ মন্তব্য করেছেন সিপিআই ( এম ) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী । মঙ্গলবার সিপিএম রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করে বলেছেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের মাত্র দশ মাস আগে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছেন ।

কারণ গত চার বছরে রাজ্যকে ধ্বংস করা হয়েছে ।শিক্ষা দপ্তর , পূর্ত দপ্তর , বিদ্যুৎ দপ্তর , গ্রামোন্নয়ন দপ্তর সহ সর্বত্র আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিত ত্রিপুরা । তাই চরম ব্যর্থতা থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন বিপ্লব কুমার দেব । গণতন্ত্র , আইনের শাসন নেই। ফ্যাসিস্টসুলভ কায়দায় একদলীয় শাসন চলছে । উন্নয়ন বন্ধ । লুটবাণিজ্য বহিরাগতদের নিয়ে ব্যাপকভাবে হচ্ছে । ডবল ইঞ্জিনের সরকার সমাজদ্রোহীদের কাছে রাজ্যটাকে ছেড়ে দিয়েছে । সন্ত্রাসের রাজত্ব ২০১৮ সালের মার্চ মাস থেকে রাজ্যে চলছে । এই সব কর্মকাণ্ডই সারা দেশে ত্রিপুরাকে কলঙ্কিত করেছে । রাজ্যে ভোটের নামে জবরদখল , লুটপাট , গণতন্ত্রের হত্যা করা হয়েছে , যা রাজ্যের মানুষের কাছে পর্যন্ত ধরা পড়ে গিয়েছে । তাই রাজ্যের মানুষও এখন বিজেপি মুক্ত ত্রিপুরা গড়তে প্রস্তুত । এই কারণেই রাজ্যে বিজেপির ক্ষয়িষ্ণু রাজনীতিকে ধরে রাখার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদত্যাগের আদেশ প্রদান করা হয় । জিতেন্দ্র চৌধুরীর মতে এও এক ধরনের রাজনৈতিক প্রতারণা , জুমলাবাজি । ভিশন ডকুমেন্টের২৯৯ টি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়ে , ২০২৩ নির্বাচনে পরাজয়ের ভয়ে নিজেদের ব্যর্থতা রাজ্যবাসীর কাছে স্বীকার করে মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি । মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী বদল করল শাসক বিজেপি । তবে এসব করেও শেষরক্ষা করা যাবে না । বিজেপির পরাজয় নিশ্চিত ।

তিনি বলেছেন বিপ্লব দেব এখন শুধুমাত্র একজন বিধায়ক । এরপর বিভিন্ন জেলার ডিএম এবং এসপিরা বিজেপির দলীয় সভার জন্যে অনৈতিক নির্দেশ জারি করেছেন । তিনি জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করে দিয়ে বলেন একজন বিধায়কের জন্য অনৈতিক নির্দেশ প্রদান থেকে বিরত না থাকলে , আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে । জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ এই সভাগুলিতে মানুষকে উপস্থিত থাকার জন্য , সরকারীভাবে এবং বিজেপির তরফে হুমকি দিয়ে নেওয়া হচ্ছে । অপকর্মের জন্যই এই অপসারণ । উপজাতি – অনুপজাতির আবেগকে পুঁজি করে মিথ্যা স্লোগান দিয়ে , মিথ্যাতথ্য দিয়ে , মানুষকে ভুল বুঝিয়ে খানিকের জন্য ক্ষমতা দখল , উপরে উঠলেও মাটিতে পড়তে হবে । যা হলো তিপ্রাল্যাণ্ডের দাবিদার আইপিএফটির । এখন মেবার জমাতিয়া ও এনসি দেববর্মা একে অপরকে বলছেন অবৈধ । এখন আবার এদের সাথে এসেছে টিপিএফ । এদের অস্তিত্বই প্রশ্নের মুখে । তিনি বলেছেন , ১৯৪৯ সাল থেকেই ভুল নীতি ও বিমাতৃসুলভ আচরণের জন্যে উপজাতিরা বঞ্চিত । ককবরক ভাষাকে সরকারী ভাষার স্বীকৃতি দিয়েছে বামফ্রন্ট সরকার । তাই এখন বিশ্ববিদ্যালয় স্তরে ককবরক কোর্সে পঠন -পাঠন হচ্ছে । আন্তর্জাতিক স্তরে ককবরক ভাষা , হজাগিরি , গড়িয়া , ও রিসাকে নিয়ে গিয়েছে সিপিএম । অথচ এখন রাজ্যের গ্রাম পাহাড়ে জল নেই , বিদ্যুৎ নেই স্বাস্থ্য পরিষেবা নেই , কাজ নেই , খাদ্য নেই । অথচ যে দল এডিসি চালাচ্ছে তারা শাসকদল বিজেপি জোটের বিরুদ্ধে কিছু বলছে না । এডিসি এলাকা এখন অভিভাবক শূন্য । অন্যদিকে এডিসির ১৪৭ টি বিদ্যালয় একজন শিক্ষক দিয়ে চলছে । তাই এখন সংবিধানের ষষ্ঠ তপশিল বিল সংশোধন করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদানের দাবিতে সিপিএমের সাথে সকলকে শামিলের আহ্বান করা হয়েছে । কিন্তু দেখা যাচ্ছে এডিসি এলাকায়ও সিপিএমকে দলীয় কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না । এসব করে থানসার প্রকৃত অর্থ গায়েব হয়ে যাচ্ছে । তার অভিযোগ একজন বিধায়ককে প্রাধান্য দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসকে খাটো করা হচ্ছে । এভাবেও কলঙ্কিত হচ্ছে ত্রিপুরা । এদের ভিশন ডকুমেন্ট , এক ত্রিপুরা – শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগান এখন হাসির খোরাকে পরিণত হয়েছে । এদিনও গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে পথে নেমে তীব্র প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানিয়েছেন শ্রী চৌধুরী ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago