পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের!!

অনলাইন প্রতিনিধি :-তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন সোমবার পদত্যাগ করেছেন । তিনি বিজেপির টিকিটে তামিলনাড়ু থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । রাজভবন থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন পদত্যাগ করেছে।পদত্যাগপত্রটি মাননীয় রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে ৷”