পদ্ম মুখী কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা !!!

 পদ্ম মুখী কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা !!!
এই খবর শেয়ার করুন (Share this news)

গত কদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন চলছে। সেই গুঞ্জনের মধ্যেই কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে গত ক’দিন ধরে দেখা যাচ্ছে শাসক দলের বিভিন্ন প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিতে। এমন কি নিজের মতামত ব্যক্ত করতে। একই সময়ে নব নিযুক্ত কংগ্রেস সভাপতি ঊনকোটি জেলা সফরে গেলেও, জেলার একমাত্র বিধায়ক হিসাবে বীরজিৎ বাবুকে তা বয়কট করতে দেখা গেছে। সোমবার ঊনকোটি জেলার সার্কিট হাউসে আরও দুই মন্ত্রীকে সাথে নিয়ে বৈঠক করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। মঙ্গলবার রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ঊনকোটি জেলা সফরে যান। মন্ত্রীর এই সফরে প্রতিটি কর্মসূচির সাথে একেবারে আন্তরিক ভাবে জুড়ে ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। এদিন মন্ত্রী ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও কৈলাসহর এয়ারপোর্ট পুনরায় চালু করার বিষয়ে পর্যালোচনা করেন। সাথে ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি প্রথমে কৈলাসহর সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক শেষে কৈলাসহর এয়ারপোর্ট পরিদর্শন করতে যান। কৈলাসহর এয়ারপোর্ট পরিদর্শন করে তিনি জানান প্রাথমিকভাবে কৈলাসহর এয়ারপোর্টে ১৭ সিট ও ১৯ সিটের বিমান অতি সত্বর চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে তিনি চলে যান শৈবতীর্থ ঊনকোটিতে। ঊনকোটিতে গিয়ে ঊনকোটির বেহাল অবস্থা দেখে তিনি হতবাক হয়ে পড়েন। তিনি বলেন আগামী ১৫ দিনের মধ্যে ঊনকোটিতে যে কাফেটেরিয়া রয়েছে এ এস আই যা বন্ধ করে রেখেছে। তা তিনি নিজে এসে উদ্বোধন করবেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.