গত কদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন চলছে। সেই গুঞ্জনের মধ্যেই কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে গত ক’দিন ধরে দেখা যাচ্ছে শাসক দলের বিভিন্ন প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিতে। এমন কি নিজের মতামত ব্যক্ত করতে। একই সময়ে নব নিযুক্ত কংগ্রেস সভাপতি ঊনকোটি জেলা সফরে গেলেও, জেলার একমাত্র বিধায়ক হিসাবে বীরজিৎ বাবুকে তা বয়কট করতে দেখা গেছে। সোমবার ঊনকোটি জেলার সার্কিট হাউসে আরও দুই মন্ত্রীকে সাথে নিয়ে বৈঠক করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। মঙ্গলবার রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ঊনকোটি জেলা সফরে যান। মন্ত্রীর এই সফরে প্রতিটি কর্মসূচির সাথে একেবারে আন্তরিক ভাবে জুড়ে ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। এদিন মন্ত্রী ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও কৈলাসহর এয়ারপোর্ট পুনরায় চালু করার বিষয়ে পর্যালোচনা করেন। সাথে ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি প্রথমে কৈলাসহর সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক শেষে কৈলাসহর এয়ারপোর্ট পরিদর্শন করতে যান। কৈলাসহর এয়ারপোর্ট পরিদর্শন করে তিনি জানান প্রাথমিকভাবে কৈলাসহর এয়ারপোর্টে ১৭ সিট ও ১৯ সিটের বিমান অতি সত্বর চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে তিনি চলে যান শৈবতীর্থ ঊনকোটিতে। ঊনকোটিতে গিয়ে ঊনকোটির বেহাল অবস্থা দেখে তিনি হতবাক হয়ে পড়েন। তিনি বলেন আগামী ১৫ দিনের মধ্যে ঊনকোটিতে যে কাফেটেরিয়া রয়েছে এ এস আই যা বন্ধ করে রেখেছে। তা তিনি নিজে এসে উদ্বোধন করবেন।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…