পদ ছেড়েছি দল নয় প্রদ্যোত।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- দুদিনব্যাপী প্লেনারি বৈঠক শেষ হবার পর সোমবার মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ আরও একবার স্পষ্ট করে দিলেন তার অবস্থানের কথা। জানিয়ে দেন যে, তিনি আর সুপ্রিমো নন দলের।সভাপতি বিজয় কুমার রাংখলই হবে শেষ কথা। রাজঅন্দরে তিনি বলেন, এটি কোনও পারিবারিক দল নয়। যে কারণে তিনি এবং তার পরিবারের কেউই তিপ্রা মথার কোনও পদে থাকছেন না। তবে দলের সাথে যে বরাবরের মতোই থাকবেন তাও জানিয়ে দেন প্রদ্যোত কিশোর।আয়োজিত এক সাংবাদিক
সম্মেলনে এদিন প্লেনারি বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলির পুনরাবৃত্তি করতে গিয়ে প্রদ্যোত বলেন, পিরামিডের ন্যায় সাজিয়ে তোলা হবে দলকে। প্রাথমিক স্তর থেকে শুরু করে বুথ স্তর, ব্লক স্তর, জেলা স্তর থেকে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই সাথে জেলাস্তরে দলের একটি করে কার্যালয়ও গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এতেই মজবুত করা হবে দলের সংগঠন। তিনি বলেন, স্ক্রিপ্ট থেকে শুরু করে ভাষা, সম্প্রদায়ের নামে বিভাজন করা যাবে না। সামগ্রিকভাবে প্রথমেই বিবেচনায় রাখতে হবে তিপ্রাসাদের কথা।এরপরই আসবে সম্প্রদায়ের কথা। তিনি বলেন, সব কিছুর ঊর্ধ্বে উঠেই বিরোধী দল হিসেবে তিপ্রা মথা রাজ্য বিধানসভায় ১০,৩২৩ থেকে শুরু করে বেকার সমস্যা, গ্রেটার তিপ্রাল্যাণ্ড, স্ক্রিপ্ট, এমনকী বিধায়কদের নানা সমস্যার কথা তুলে ধরেছে।দলের সভাপতি বিজয় কুমার রাংখল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য বরিষ্ঠ নেতা, বিধায়ক এবং এমডিসিদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এডিসি এলাকার এমন ১৬০টি বিদ্যালয় রয়েছে যেখানে একজন মাত্র শিক্ষক রয়েছে। এমন নানা সমস্যায় ধুঁকছে এডিসি এলাকা। আর এ কারণেই গ্রেটার তিপ্রাল্যাণ্ডের প্রয়োজনীয়তা। তিনি বলেন, সরাসরি অর্থ প্রদান থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই সরকার উন্নয়নমূলক বিভিন্ন বিলগুলিকে আটকে রেখেছে। অথচ সবকা সাথ, সবকা বিকাশের কথা বলছে। এদিন সরকারের উদ্দেশে ভিলেজ কমিটি নির্বাচন কেন করা হচ্ছে না, এ নিয়েও প্রশ্ন তুলেন প্রদ্যোত। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাও এ দিন বেশ কিছু বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না সরকারকে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

9 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

9 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

9 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

9 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

10 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

10 hours ago