Categories: খেলা

পন্থই দলের প্রধান ভরসাঃ পন্টিং

এই খবর শেয়ার করুন (Share this news)

চোটের জন্য এইবারের টুর্নামেন্ট থেকে লোকেশ রাহুল ছিটকে গিয়েছিলেন । সেই কারণে এই সিরিজে দলের নেতৃত্ব সামলাচ্ছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ । যদিও প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল পরাজিত হয়েছে । আর রবিবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে পন্থ অ্যান্ড কোং । আর সেই ম্যাচে নামার আগেই পন্থের প্রশংসাতে পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং । দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং মনে করছেন , টি টোয়েন্টি বিশ্বকাপ যখন অস্ট্রেলিয়ার মাটিতে , তখন ঋষভ পন্থই হবেন ভারতীয় টিমের সেরা বাজি । যেহুতু অস্ট্রেলিয়ার মাটিতে তার রেকর্ড বরাবরই দুরন্ত তাই ভারতীয় দলে তিনি আগামী বিশ্বকাপের আসরে গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন । গত বছর টেস্ট সিরিজে ভারতকে কার্যতই একাই জিতিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার ।

ইতিহাস তৈরি করেছিলেন পন্থ । এবারও অস্ট্রেলিয়ার মাটিতে টি – টোয়েন্টি সিরিজে ভারতকে জেতানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে পারেন তিনি ।সদ্য শেষ হওয়া আইপিএলটা ভাল যায়নি পন্থের । দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবে যেমন ব্যর্থ হয়েছেন তিনি তেমনই ব্যাটার ৩৪০ রান করেছিলেন পন্থ যা টিমকে টানার ক্ষেত্রে যথেষ্ট ছিল না । তারপরও আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তাকেই ধরা হচ্ছে ভারতীয় দলের প্রধান মুখ । এই প্রসঙ্গে সম্প্রতি আইসিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে পন্টিং বলেছেন , ‘ পন্থ দুর্দান্ত ক্রিকেটার । তরুণ ক্রিকেটার হিসাবে সে পৃথিবীটা মুঠোয় নেওয়ার চেষ্টা করে । এবং এটাও মাথায় রাখতে হবে , পন্থ কিন্তু ভারতের অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার ।

অস্ট্রেলিয়ার উইকেট সাধারণ ফ্ল্যাট ,, দ্রুত গতির ও বাউন্সে ভরপুর হয় । ওই রকম উইকেট পন্থের ব্যাটিংয়ের পক্ষে ভীষণ উপযোগী । বিশ্বকাপে কিন্তু পন্থের দিকে নজর রাখতেই হবে । ‘ শুধু তাই নয় তার সঙ্গে রিকি পন্টিং আরও জানিয়েছেন , পন্থকে যে কোনও জায়গায় ব্যবহার করার সুবিধা দলেক বাড়তি শক্তি জোগায় । দিল্লির কোচ বলছেন , ‘ ব্যাটিং লাইন আপে আমি আইপিএলে পাঁচ নম্বরে ওকে ব্যবহার করেছি । কিন্তু পরিস্থিতি অনুযায়ী ৭ বা ৮ ওভারেও ওকে ব্যাট করতে পাঠানো যেতে পারে । টিমে প্রথম বা দ্বিতীয় উইকেট পড়লেও দায়িত্ব নিতে পারে । এটা দলের জন্য বাড়তি সুবিধা । ‘ আইপিএলে ভাল ফল করতে না পারলেও সে দ্রুত ফর্মে ফিরবে বলে আশা করেছেন রিকি পন্টিং ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

14 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

15 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

15 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

15 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

15 hours ago

কুয়োতে গাড়ি পড়ে ১০ জনের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…

19 hours ago