Categories: খেলাদেশ

পন্থকে সতর্ক করলেন সেহবাগ

এই খবর শেয়ার করুন (Share this news)

এইবারের আইপিএলে ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যাপিটালসকে প্লে অফে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন । আইপিএলে সফল না হলেও জাতীয় দলের হয়ে আগামী দুটি সিরিজেই কিন্তু সুযোগ পেয়েছেন তিনি । তবে তার আগেই পন্থকে সতর্ক করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা খেলোয়াড় বীরেন্দ্র সেহবাগ । তিনি জানিয়েছেন , পন্থকে ভারতীয় দলের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন হতে গেলে শুধু সাদা বলের ক্রিকেট খেললে চলবে না । তার সঙ্গে লাল বলের ক্রিকেটেও সমানভাবে ধারাবাহিক রান করে যেতে হবে। সাদা বলের ক্রিকেটে পন্থ কিন্তু ভারতীয নির্বাচকমণ্ডলীদের প্রধান পছন্দ । এইবারের আইপিএলেও কিন্তু দিল্লির দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন । ওয়ার্নারের পরেই স্থান ছিল তার । পন্থ দিল্লির হয়ে চলতি আইপিএলে মোট ১৪ টি ম্যাচে ৩৪৪ রান করেছেন । যেখানে তার সর্বোচ্চরান রয়েছে ৪৪। গড় ৩০.৯১ ও স্ট্রাইক রেট ১৫১.৭৮ । আগামী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও যে তিনি জাতীয় দলের হয়ে ভাল ফল করবেন সেটা কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ধারণা করছেন ।

কিন্তু পরে আসল পরীক্ষাটা ইংল্যান্ডে লাল বলের ক্রিকেটে হবে বলেই জানিয়েছেন সেহবাগ । লাল বলের ক্রিকেটে পন্থের কিন্তু সম্প্রতি কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই । আর ভবিষ্যতে ভারতীয় দলে প্রথম একাদশে তার নাম পাকা করতে এই টেস্ট ফর্ম্যাটেই পন্থকে জ্বলে উঠতে হবে । কারণএখনও কোনও খেলোয়াড়ের সার্বিক পারফরম্যান্সের বিচার করতে গেলে টেস্টই বেশি গুরুত্ব পায় বলে জানিয়েছেন বিরু ৷ ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন , ‘ যদি পন্থ একশোর বেশি টেস্ট খেলে এবং সেখানে উল্লেখযোগ্য পারফরম্যান্স করে তাহলে ইতিহাসে ওর নাম লেখা থাকবে । ভারতে এখনও পর্যন্ত মাত্র এগারো জন ব্যাটারই সেই তালিকাতে রয়েছে । আর তারা বিশ্বমানের হয়েছে সাদা বলের পাশাপাশি লাল বলে দক্ষতা দেখানোর জন্য । এখানেই থেমে না থেকে ৪৩ বছরের সেহবাগ তার বিবৃতিতে আরও যোগ করেছেন , ‘ টেস্ট ক্রিকেটই আসল খেলা যেখানে খেলোয়াড়দের ফর্ম ‘ যাচাই হয় । ভুলে গেলে চলবে না বিরাট কোহলি টেস্ট খেলার দিকেই কিন্তু সব থেকে বেশি জোর দেয় । কারণ সে জানে এই ফর্ম্যাটে ১০০-১৫০ বা ২০০ টি টেস্ট খেলে ফেললে ক্রিকেটের সে ইতিহাসে পাকাপাকিভাবে স্থান করে নেবে ।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

6 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

10 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

10 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

10 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago