Categories: খেলাদেশ

পন্থকে সতর্ক করলেন সেহবাগ

এই খবর শেয়ার করুন (Share this news)

এইবারের আইপিএলে ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যাপিটালসকে প্লে অফে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন । আইপিএলে সফল না হলেও জাতীয় দলের হয়ে আগামী দুটি সিরিজেই কিন্তু সুযোগ পেয়েছেন তিনি । তবে তার আগেই পন্থকে সতর্ক করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা খেলোয়াড় বীরেন্দ্র সেহবাগ । তিনি জানিয়েছেন , পন্থকে ভারতীয় দলের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন হতে গেলে শুধু সাদা বলের ক্রিকেট খেললে চলবে না । তার সঙ্গে লাল বলের ক্রিকেটেও সমানভাবে ধারাবাহিক রান করে যেতে হবে। সাদা বলের ক্রিকেটে পন্থ কিন্তু ভারতীয নির্বাচকমণ্ডলীদের প্রধান পছন্দ । এইবারের আইপিএলেও কিন্তু দিল্লির দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন । ওয়ার্নারের পরেই স্থান ছিল তার । পন্থ দিল্লির হয়ে চলতি আইপিএলে মোট ১৪ টি ম্যাচে ৩৪৪ রান করেছেন । যেখানে তার সর্বোচ্চরান রয়েছে ৪৪। গড় ৩০.৯১ ও স্ট্রাইক রেট ১৫১.৭৮ । আগামী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও যে তিনি জাতীয় দলের হয়ে ভাল ফল করবেন সেটা কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ধারণা করছেন ।

কিন্তু পরে আসল পরীক্ষাটা ইংল্যান্ডে লাল বলের ক্রিকেটে হবে বলেই জানিয়েছেন সেহবাগ । লাল বলের ক্রিকেটে পন্থের কিন্তু সম্প্রতি কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই । আর ভবিষ্যতে ভারতীয় দলে প্রথম একাদশে তার নাম পাকা করতে এই টেস্ট ফর্ম্যাটেই পন্থকে জ্বলে উঠতে হবে । কারণএখনও কোনও খেলোয়াড়ের সার্বিক পারফরম্যান্সের বিচার করতে গেলে টেস্টই বেশি গুরুত্ব পায় বলে জানিয়েছেন বিরু ৷ ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন , ‘ যদি পন্থ একশোর বেশি টেস্ট খেলে এবং সেখানে উল্লেখযোগ্য পারফরম্যান্স করে তাহলে ইতিহাসে ওর নাম লেখা থাকবে । ভারতে এখনও পর্যন্ত মাত্র এগারো জন ব্যাটারই সেই তালিকাতে রয়েছে । আর তারা বিশ্বমানের হয়েছে সাদা বলের পাশাপাশি লাল বলে দক্ষতা দেখানোর জন্য । এখানেই থেমে না থেকে ৪৩ বছরের সেহবাগ তার বিবৃতিতে আরও যোগ করেছেন , ‘ টেস্ট ক্রিকেটই আসল খেলা যেখানে খেলোয়াড়দের ফর্ম ‘ যাচাই হয় । ভুলে গেলে চলবে না বিরাট কোহলি টেস্ট খেলার দিকেই কিন্তু সব থেকে বেশি জোর দেয় । কারণ সে জানে এই ফর্ম্যাটে ১০০-১৫০ বা ২০০ টি টেস্ট খেলে ফেললে ক্রিকেটের সে ইতিহাসে পাকাপাকিভাবে স্থান করে নেবে ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

13 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

13 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

13 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

13 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

13 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

13 hours ago