চলতি মরশুমের আইপিএলের টুর্নামেন্ট প্রায় শেষের দিকে । আর সেই কারণে ভারতীয় দলের খেলোয়াড়রা এখন ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের দিকে নজর দিতে শুরু করেছে । আর এইবারের আইপিএলের টুর্নামেন্টে যেভাবে পরপর ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তাতে আগামী দিনে যে তরুণরাই ভারতীয় দলের ভরসা হতে চলেছেন সেটা কিন্তু ধারণা করাই যাচ্ছে । আর এবার সেই নিয়েই কথা বললেন ভারতীয় দলের প্রাক্তন তারকা খেলোয়াড় বীরেন্দ্র সেহবাগ।
তিনি জানালেন আগামী দিনে ভারতীয় দলকে ঋষভ পন্থ ও পৃথ্বীশ শাসন করবেন বলে জানিয়েছেন সেহবাগ । শুধু তাই নয় তার সঙ্গে তিনি আরও জানিয়েছেন , ভারতীয় দল আগামী দিনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপও জিততে সফল হবে । আর একটা সময় টেস্ট ক্রিকেটে ভারতীয় দল এমন একটা পর্যায়েপৌঁছাবে যে প্রতিপক্ষ মনে করবে , টেস্টে চারশো রানও যথেষ্ঠ নয় । ভারতীয় দলের তরুন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ ওপৃথ্বীশ সাউ এইবারের আইপিএলের মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেছিলেন । আর যেহেতু এই দুই ব্যাটারই ক্রিজে আগ্রাসী ফর্মে খেলতে পছন্দ করেন সেই কারণে তারাই আগামী দিনে ভারতীয় দলের কান্ডারি হবেন । সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার জানিয়েছেন , ‘ পৃথ্বীশ এমন একজন ক্রিকেটার যে ভারতীয় টেস্ট ক্রিকেটে আগামী দিনে ফের উত্তেজনা ফিরিয়ে আনতে পারবে । দলে সাউ ও পন্থ থাকা মানে দলের জন্য বড় অস্ত্র । প্রতিপক্ষকে ভাবতে হবে দলে এদের মতো খেলোয়াড় থাকলে চারশো রানও নিরাপদ নয়।পৃথ্বীশ ও ঋষভ এই দুই সহমত খেলোয়াড়ই লাল বলের ক্রিকেটে ভালভাবে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু তারপর ইদানীং তারা সেভাবে টেস্ট ক্রিকেটে সফল হতে পারেনি । টেস্ট ক্রিকেটে পন্থের ব্যাটিং গড় ৪০.৮৫ । সেই কারণে বীরেন্দ্র সেহবাগ মনে করছেন , সীমিত ওভারের ক্রিকেটে পন্থ আরও বেশি সুযোগ পেলে তিনি ধীরে ধীরে তৈরি হয়ে যাবেন । শুধু এখানেই শেষ নয় ৪৩ বছরের বীরেন্দ্র সেহবাগ পন্থের ব্যাটিং নিয়ে আরও বলেছেন , ‘ পন্থ ভারতীয় দলে চার বা পাঁচ নম্বরে নামলে আরও বেশি দায়িত্ব নিতে হবে । কিন্তু ওপেনে ব্যাটিং করলে সে সফল হতে পারে । ‘
পহেলগাঁওয়ে হামলার পর থেকেই জঙ্গলে জঙ্গলে তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ।তার জেরেই প্রতিদিনই চলছে এনকাউন্টার…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…