পরপর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন রোডে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ওয়াল্টন বিমানবন্দরের কাছে লাহোরের গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাইরেন বাজলেই, মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন।পুলিশ সূত্রে খবর, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণটি ড্রোনের কারণেই হতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যামিং সিস্টেমের কারণে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে বলে খবর। লাহোরের আকসারি ৫ নম্বর রোডের কাছেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।