দৈনিক সংবাদ অনলাইন।। পাকিস্তান পিপলস পার্টির ( পিপিপি ) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো দুই একদিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন । তার দলের নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন । পাকিস্তানের নয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন ( ১৯ এপ্রিল ) বিলাওয়াল উপস্থিত ছিলেন । কিন্তু তিনি সেদিন শপথ নেননি ।সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেননি কেউ । তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খারা । পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই খবর আসছিল । পাকিস্তানের নয়া সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পরে বলে পিপিপি চেয়ারম্যান দেশে ফেরার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন । লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামার জামান কায়রা বলেন , পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের ( পিএমএলএন ) সর্বোচ্চ নওয়াজ শরিফের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন বিলাওয়াল । এই বৈঠক শেষে বিলাওয়াল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন । পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দুই শরিক পিএমএল – এন ও পিপিপি । নওয়াজ ও বিলাওয়ালের মধ্যে সবশেষ বৈঠকের পর দুই দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে , গণতন্ত্রের সাংবিধানিক বিজয়ের পর আইনের শাসন , পার্লামেন্টের কর্তৃত্ব প্রভৃতি বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন । সঙ্কট মোকাবিলায় তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন । বৈঠকে পিএমএল – এনের নেতৃত্ব দেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ । পিপিপির নেতৃত্বে ছিলেন বিলাওয়াল । সঙ্গে ছিলেন সিনেটর শেরি রেহমান , নাভিদ কামার ও কায়রা । উল্লেখ্য , বিলাওয়াল ভুট্টো হলেন পিপিপি – র প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর দৌহিত্র এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর – পুত্র।
সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ১৯৭৭ এ জেনারেল জিয়াউল হক বন্দি করেন ভুট্টোকে । তারপর ফাঁসিতে ঝোলান ১৯৭৯ এ । তার এক ছেলে শাহনওয়াজ ভুট্টোর রহস্যমৃত্যু ঘটে ১৯৮৫ তে ফ্রান্সের কানে । অপর পুত্র মুর্তাজা ভুট্টো নিহত হয় কন্যা বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী থাকার সময় । বেনজির ভুট্টো বিরোধী নেত্রী থাকার ২০০৮ রাওয়ালপিন্ডিতে নির্বাচনি ভাষণ দিয়ে গাড়িতে ওঠার সময় আততায়ীর গুলীতে নিহত হন।
অনলাইন প্রতিনিধি :-জয়পুর থেকে চেন্নাই এর পথে যাচ্ছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি যখন মাঝআকাশে তখনই…
অনলাইন প্রতিনিধি :-ভূমিকম্পের ভয়াবহ ক্ষত এখনও চাপা পড়েনি। তারই মধ্যে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিমান…
রাজনীতিকদের লইয়া, সাংবিধানিক পদাধিকারীদের লইয়া সংবাদ মাধ্যমে কৌতুক, কার্টুন,সমালোচনা কোনও নতুন বিষয় নহে।মহাত্মা গান্ধী কোনদিনই…
অনলাইন প্রতিনিধি :-লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যজুড়ে প্রচন্ডগরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে আগামী তিনদিনের জন্য রাজ্যজুড়ে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকা বিশেষ করে ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ নম্বর…