Categories: দেশ

পরিকাঠামো উন্নয়নে নতুন দিশা দেখিয়েছে বাজেটঃ মোদি!

এই খবর শেয়ার করুন (Share this news)

পরিকাঠামোর উন্নয়নকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গণ্য করে সরকার এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হয়ে ওঠার ক্ষেত্রে ভারতকে সহায়তা করবে এই বিষয়টি। এই কথাগুলো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিকাঠামো এবং বিনিয়োগের ওপর একটি বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশ নিয়ে নরেন্দ্র মোদি বলেন, চলতি বছরের বাজেট দেশে পরিকাঠামোগত ক্ষেত্রের উন্নয়নকে এক নতুন দিশা দেখিয়েছে।আমরা পরিকাঠামোর উন্নয়নকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে গণ্য করে থাকি। তিনি বলেন, এখন এই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার সময় উপস্থিত এবং টপ গিয়ার বজায় রেখে কাজ করে যেতে হবে।এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান সরকার আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ করে যাচ্ছে এবং সড়ক,রেল, বন্দর, বিমানবন্দর সর্বক্ষেত্রেই পরিকাঠামোকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হচ্ছে। এতে ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি রসদ সংক্রান্ত খরচ হ্রাস পাবে। তিনি বলেন, সরকারের ক্যাপিটাল এক্সপেণ্ডিচার ২০১৩-১৪ সালের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনের অধীনে আগামী দিনগুলোতে ১১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারী লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারের ক্যাপিটাল এক্সপেণ্ডিচার ৩৩ শতাংশ বাড়িয়ে ১০ লক্ষ কোটি টাকা করার ঘোষণা দিয়েছিলেন। এই অর্থ দিয়ে ২০২৩-২৪ অর্থবর্ষে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

6 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

28 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

59 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago