পরিচালককে আইনি নোটিশ, এবার বিতর্কে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’।।।।
দ্য কেরালা স্টোরি’ নিয়ে এখনও বিতর্ক চলছে।এর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়েও বিতর্ক কম হয়নি। সে সবের আঁচ কমতে না কমতেই শুরু হল নতুন বিতর্ক।এর কেন্দ্রে নতুন সিনেমা ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’। হালে এই ছবির ট্রেলর প্রকাশ হয়েছে।আর সেটিই উসকে দিয়েছে বিতর্ক।তার সূত্রেই ছবির পরিচালককে নোটিশ পাঠানো হল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফে।হালে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ নামের ছবিটির ট্রেলর প্রকাশ্যে এসেছে।এই ছবিটির পরিচালক এবং কাহিনিকার সনোজ মিশ্র।তাকেই এই ছবির জন্য নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফে। পরিচালক সানোজ মুম্বইবাসী। মুম্বইয়ের ওসিওয়াড়া থানার পুলিশের হাত দিয়েই আইনি নোটিস পাঠানো হয়েছে।সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই নোটিশটি পাঠানো হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার তরফে। ভারতীয় দণ্ডবিধির ১২০বি/ ১৫৩এ/ ৫০১/ ৫০৪/৫০৫ / ২৯৫এ ধারা-সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে এই ছবির নির্মাতার বিরুদ্ধে। ছবির পরিচালক সনোজ মিশ্রকে এই থানার অ্যাডিশনাল অফিসার ইন
চার্চ, ইনস্পেকটর সুব্রত করের সামনে হাজিরা দিতে বলা হয়েছে।আগামী ৩০ তারিখ দুপুর ১২টার সময়ে তাকে থানায় আসতে বলা হয়েছে।মুম্বইয়ের ওশিওয়ারা পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জকে ও এই মর্মে জানানো হয়েছে।এই ছবি যদিও এখন মুক্তি পায়নি।কিন্তু ছবির ট্রেলর দেখে,তার বিরুদ্ধে অভিযোগ,এটি সত্য ঘটনা দেখানোর নামে মিথ্যা কথা প্রচার করছে।ট্রেলারটি সমাজ মাধ্যমে আসতেই প্রায় আড়াই লাখ দর্শক দেখে ফেলেছেন।ট্রেলারে বলা হয়েছে,স্বাধীনতা লাভের আগেও ভারতের গর্ব ছিল কলকাতা তথা বাংলা।সেখানে নানান ঋষি, মণীষি জন্মগ্রহণ করেছেন। স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু বর্তমানে সেই বাংলা জ্বলছে। ভোটের রাজনীতিতে
সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়েছে।বাংলা এখন হয়ে উঠেছে দ্বিতীয় কাশ্মীর বলা ভাল কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি বাংলার।ট্রেলারে উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু, এনআরসি-র মতো বিতর্কিত বিষয়ও।বিতর্কের সূত্রপাত আরও একটি বিষয় নিয়ে।ট্রেলারের শুরুতেই বলা হয়েছে,’এই ছবি বা ট্রেলারে দেখানো সমস্ত বিষয় সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে।কোনও জাতি-ধর্মের ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে এই ছবি তৈরি নয়। ছবির তৈরির মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা। কোনও ব্যক্তি বিশেষের ভাবাবেগেও আঘাত করা উদ্দেশ্য নয় এই ছবির।প্রসঙ্গত, এই ছবির ট্রেলরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে এবং সরাসরি বিভিন্ন সম্প্রদায়ের নাম করে হিংসাত্মক ঘটনার জন্য তাদের দায়ী করা হয়েছে বলে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে ছবির পরিচালক সানোজ জানিয়েছেন, ‘বাংলার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই ছবি তৈরি নয়।আমরা বাস্তবটা তুলে ধরেছি। ছবিটা ভালভাবে গবেষণা করার পরই তৈরি করা হয়েছে।’