পরিদার তত্ত্বাবধানে প্রস্তুতিতে ক্রিকেটাররা।

 পরিদার তত্ত্বাবধানে প্রস্তুতিতে ক্রিকেটাররা।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- বোর্ডের অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে নতুন চিফ কোচের তত্ত্বাবধানে রাজ্যদল গঠনের ক্যাম্প পুরোদমেই এগোচ্ছে।এ বছর অনূর্ধ্ব ২৩ রাজ্য পুরুষ দল ওড়িশার প্রাক্তন ক্রিকেটার রশ্মি রঞ্জন পরিদারের কোচিংয়ে জাতীয় আসরে লড়বে।এই লক্ষ্যে এমবিবি স্টেডিয়ামে গত ২৭ আগষ্ট থেকে ৪২ জনকে নিয়ে ক্যাম্পও শুরু হয়। যদিও চারজন সিনিয়র ক্যাম্পে চলে গেছে, একজন অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পে। সাত দিনের টানা ক্যাম্প শেষে আজ ক্যাম্পে ব্যাটবলের প্র্যাকটিস বন্ধ রাখা হয়। তবে ইণ্ডোর হলে জিম সেশন হয়। জানা গেছে, আগামীকাল ক্রিকেটারদের ফিটনেস স্টেট হবে। অর্থাৎ সাত দিনের ক্যাম্প শেষে ক্রিকেটাররা শারীরিকভাবে ঠিক কোথায় রয়েছে। তাই-ই দেখে নিতে চাইছেন রশ্মি রঞ্জন। এদিকে, গতকাল পর্যন্ত ক্যাম্পে ব্যাটার, বোলার, কিপার প্রত্যেককে আলাদা আলাদা করে প্র্যাকটিস করানো হয়। পাশাপাশি ফিল্ডিংয়ের প্র্যাকটিসও। চিফ কোচ রশ্মি রঞ্জন পরিদা ব্যাটারদের জন্য একটা নির্দেশ দেন যে, ব্যাটাররা যেন নিজের মতোই খেলে। অর্থাৎ ম্যাচে নিজেকে কীভাবে মেলে ধরবে তাই-ই করতে বলা হয়। পাশাপাশি আউট না হয়ে দলকে কীভাবে বড় রানের দিকে নিয়ে যাওয়া যায় সেদিকেই লক্ষ্য রাখতে বলেন। এদিকে, ব্যাটারদের বিভিন্ন পজিশনে বল মেরে রান করার নির্দেশ দেন চিফ কোচ। সঙ্গে টার্গেটও দেওয়া হয়। বোলারদের জন্য একটাই নির্দেশ দেন চিফ কোচের – তা হলো বল লাইনে ফেলে যেতে হবে। ব্যাটারের দুর্বল দিক ধরে সেই মতো বল ফেলতেও হবে। সবাই নাকি খুব খুশি, পরিদার কোচিংয়ে। চিফ কোচের সঙ্গে সহকারী হিসাবে বিশ্বজিৎ পাল, লিয়াকত আলি খান ও বাসুদেব দত্ত, ফিজিও সুহাগ চন্দ্র সাহা, রাজেন চৌধুরী, ট্রেনার রাকেশ প্যাটেল ও অচিন্ত চক্রবর্তী।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.