পরিবারতন্ত্র রক্ষার লক্ষ্যেই জোট : নাড্ডা।

এই খবর শেয়ার করুন (Share this news)

পরিবারতান্ত্রিক রাজনীতিকে অক্ষুণ্ণ রাখতে বিরোধী দলগুলো একটি জোট গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং কংগ্রেসের উপা হলো উৎপীড়ন, পক্ষপাত এবং অত্যাচারের এক জ্বলজ্যান্ত প্রতীক। এই কথাগুলো বলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন প্রস্তাবিত জোট দেশপ্রেমী গণতান্ত্রিক জোট নয় পরিবারতান্ত্রিক রাজনীতিকে রক্ষা করার লক্ষ্যে গঠিত হতে চলা একটি জোট। কংগ্রেসকে মা-বেটা-বেটির দল আখ্যায়িত করে জি পি নাড্ডা বলেন, দলটি রাজস্থানে দুর্নীতির নতুন নতুন রেকর্ড করে চলেছে। তাদের সেখানে এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই। রাজ্যে বিজেপির নহি সহেগা রাজস্থান প্রচারসূচি আরম্ভ করে একটি জনসভায় ভাষণ রাখছিলেন জে পি নাড্ডা। রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে এই প্রচারাভিযান শুরু করা হয়েছে। এই সময় জে পি নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সরকা প্রয়াস-কে মূলমন্ত্র করে এগিয়ে চলেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন উপা দুর্নীতির সাগরে হাবুডুবু খাচ্ছে। সম্প্রতি বিরোধী দলগুলো একটি নতুন জিনিস বলতে শুরু করেছেন, পিডিএ অর্থাৎ দেশপ্রেমী গণতান্ত্রিক জোট। এই বিষয়টিকে কটাক্ষ করে জে পি নাড্ডা বলেন আসলে তারা রাজনীতিতে পরিবারতন্ত্রকে জিইয়ে রাখতে একটি জোট গঠন করতে চাইছে। রাজনীতিতে তাদের পরিবারের ক্ষমতা এবং প্রভাবকে অব্যাহত রাখার একটি প্রয়াস চালাচ্ছে তারা। জেডিও এবং সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলোর নাম করে জে পি নাড্ডা বলেন এরা বংশানুক্রমিক রাজনীতিতে বিশ্বাসী এবং একে অপরকে কিছুই দিতে সক্ষম নয়। রাজস্থানে দলের ভোট প্রচারাভিযান নহি সহেগা রাজস্থান-এর সূচনা করে রাজ্যের ক্ষমতায় মসনদ থেকে কংগ্রেসকে ছুঁড়ে ফেলতে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান। রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ উদয়পুরে কানহাইয়া লালের হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক দাঙ্গা এবং অন্য ইস্যুতে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন জে পি নাড্ডা। তিনি বলেন, দুর্নীতিকে উৎসাহ দেওয়া অশোক গেহলট সরকারের চরিত্র। রাজ্যের কংগ্রেস সরকার ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য বুলডজার দিয়ে পাকিস্তান –থেকে আসা শরণার্থীদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। রাজ্যের দলিত, উপজাতি, মহিলা, শিশু এবং গরিবদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে সেখানকার কংগ্রেস সরকার। দুর্নীতি, স্বজনপোষণ এবং ব্যর্থতায় নতুন নতুন রেকর্ড তৈরি করে চলেছে এই সরকার। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে পরাজিত করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান জে পি নাড্ডা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

10 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago