প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
পরীক্ষায় নকল করাকে কেন্দ্র করে রণক্ষেত্র বিহার,গুলিবর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-পরীক্ষার টুকলি করাকে কেন্দ্র করে উত্তপ্ত বিহারের সাসারাম। পরীক্ষা হলে প্রশ্ন দেওয়ার পর উত্তর নকল করতে না দেওয়ায় উলটো প্রতিবাদ করায় দুই গ্রুপের ছাত্রের মধ্যে লড়াই মারামারি শুরু হয়। সেখানেই থেমে থাকেনি। শুরু হয় গোলাগুলি। এতে এক ছাত্র আহত হন। দশম শ্রেনীর পরীক্ষা চলছিল। প্রশ্ন দিয়ে দেওয়ার পর একদল ছাত্র টুকলি করতে শুরু তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে অন্য আরেকদল ছাত্র। প্রতিবাদ এবং বাধাদান করলে শুরু হয় মারামারি। অবাক করার বিষয় ছিল ১৬ বছরের এক যুবক পিস্তল বের করে। সে পিস্তল বের করে পরীক্ষাহলে শুরু করে গোলাগুলি।