ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
পরীক্ষা পে চর্চা!!

অনলাইন প্রতিনিধি:-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার “পরীক্ষা পে চর্চা ” ২০২৪ এর সপ্তম সংস্করণে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন । নয়াদিল্লিতে আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা ” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরীক্ষার্থী যোদ্ধাদের সঙ্গে দেখাও করেন। এই বছর প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে দুজন ছাত্র এবং একজন শিক্ষক এবং কলা উৎসবের বিজয়ীদেরকে নয়াদিল্লিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শতাধিক শিক্ষার্থী প্রথমবারের মতো এই অনুষ্ঠানে যোগ দেয়। রাজ্যে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি আয়োজিত হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের পড়াশুনায় মোদিজীর দেখানো পথ অনুযায়ী মনোনিবেশ করতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।