অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর
মহকুমার অন্তর্গত জম্পুই হিল ব্লকের ভাংমুন ফুটবল মাঠে বুধবার অনুষ্ঠিত হলো তৃতীয় ত্রিপুরা পর্যটন প্রচার উৎসবের অনুষ্ঠান।জম্পুই হিলের এই প্রমো ফেস্টিভ্যালের অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক ফিলিপস রিয়াং, প্রমোদ রিয়াং,পর্যটন দপ্তরের সচিব, দপ্তরের অধিকর্তা প্রমুখ।প্রমো ফেস্টিভ্যালের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,জম্পুই পাহাড়ে কমলার উৎপাদন কমে গেলেও পর্যটন হাব হবে এই পর্যটন ক্ষেত্র।এখানে পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য পর্যটন দপ্তর চেষ্টা করে চলছে।মন্ত্রী বলেন, বর্তমান পরিকাঠামোতে সব
পর্যটকদের জায়গা দেওয়া যাচ্ছে না।তাই পর্যটকদের সুবিধার্থে হোম স্টে’র সুযোগ গড়ে তোলা হচ্ছে।
এছাড়াও বক্তব্য রাখেন শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ফিলিপস রিয়াং।এদিকে জম্পুই পাহাড়ের প্রমো ফেস্টিভ্যালকে ঘিরে গোটা কাঞ্চনপুর মহকুমায় উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জম্পুই পাহাড়ে দীর্ঘ বছর ধরে কমলা উৎসব বন্ধের পর প্রোমো ফেস্টিভ্যাল নজর কেড়েছে।কিছুদিন পর জম্পুই পাহাড়ে বড়দিন উৎসব।বড়দিন উৎসবের আগে প্রমো ফেস্টিভ্যাল জম্পুই পাহাড় উৎসব নগরীর রূপ নিয়েছে।এদিকে কমলার উৎপাদন মাত্রাতিরিক্ত কমে গেলেও শৈল — শহর হিসেবে পরিচিত জম্পুই পাহাড়ে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে পর্যটকদের অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে। এর আগে এত পরিমাণ পর্যটকদের ভিড় জম্পুইয়ের স্থানীয় বাসিন্দাদের কারও চোখে পড়েনি। রাজ্য সরকারের বিজ্ঞাপন দেখে শৈলশহর জম্পুইয়ে ঘুরতে আসা রাজ্য বহিঃরাজ্যের পর্যটকদের সংখ্যা বর্তমান মরশুমে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কমলা নেই তার পরিবর্তে মিষ্টি – কুমড়া সুপারির উৎপাদন বেড়েছে। জম্পুয়ের মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণ করছে। পর্যটকদের থাকার মতো জম্পুই পাহাড়ে দুইটি স্ট্যুরিস্ট লজেই রুম খালি নেই। ভাংমুনের ইডেন এবং ফুলডুংসাইয়ের জুদাই টুরিস্ট লজে উপচে – পড়া ভিড়।
অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত পর্যটক দপ্তরের কর্মীরা দিশাহারা হয়ে পড়েছে পর্যটকদের রুম ম্যানেজ করতে গিয়ে।এদিকে একের পর এক অভিযোগ জানার পরও রাজ্য পর্যটক দপ্তর উচ্চ পদস্থ আধিকারিকরা নীরব দর্শকের ভূমিকা রয়েছে।
এদিকে আর কয়েক দিন পর বড়দিন এই উপলক্ষে এবার জম্পুই পাহাড়ে রাজ্য বহি:রাজ্যের পর্যটকদের রেকর্ড করা ভিড়ে আশঙ্কা রয়েছে।এদিকে অনেক পর্যটকদের অভিযোগ ইডেন ট্যুরিস্ট লজে অনলাইনে রুম বুকিং সিস্টেম নিয়ে। রুম বুকিং করতে গেলেই সব রুমই বুক দেখাচ্ছে। পর্যটকরা বেড়াতে এসে দুর্ভোগে পড়ছেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…