পর্যটন শিল্পে সম্ভাবনাময় রাজ্য ত্রিপুরা: মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- অফিসাররা দেশের চালিকাশক্তি। তাদেরকে বাদ দিয়ে কোনও দেশ বা সমাজ উন্নত হবে না। এক ভারত শ্রেষ্ঠ ভারত ২০৪৭ সালের মধ্যে গঠন করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছেন রাজ্য সরকারও সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে। এর ফলে রাজ্য সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। গোমতী, দক্ষিণ, সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রধান সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে গৃহীত আলোচনার উপর উদয়পুর রাজর্ষি হলে জেলা পর্যায়ের কর্মশালায় আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এই কথা বলেন ত্রিপুরা রাজ্যের জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশকে কাজে লাগিয়ে উদ্যোক্তা
কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধি শীর্ষক এই কর্মশালায় মুখমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা রাজ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিশেষ করে পর্যটন শিল্প। এই শিল্পকে কাজে লাগিয়ে বহি:রাজ্যের বিভিন্ন সংস্থাকে ত্রিপুরায় বৃহদায়তন শিল্প গড়ে তোলার আবেদন করা যেতে পারে। গুণগত উৎপাদন রাজ্যের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। স্কিল ডেভেলপমেন্টের উপর আরও গুরুত্ব দিতে হবে। আমাদের রাজ্য চিন, ও জাপানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট। রাজ্যের আটটি জেলার মধ্যে প্রতিযোগিতা গড়ে তুলতে হবে উন্নয়নমূলক কাজের বিষয়ে। রাজ্যকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। টিম ইণ্ডিয়া, টিম ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখেই রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারের প্রতিটি পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রবাদী ভাবনাকে সামনে নিয়ে রাজ্যের উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব দিতে হবে।একমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যে ই-অফিস ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। তবে এতে আত্মসন্তুষ্টি হলে চলবে না। রাজ্যের সিঙ্গল উইন্ডো পোর্টাল চালু হয়েছে। বহি:রাজ্যের বিনিয়োগকারীদের রাজ্যে আসার সুযোগ করে দিতে হবে। সব কাজেরই মনিটরিং করা প্রয়োজন। প্রতিনিয়ত মনিটরিং করলে সরকারের উপর জনগণের আস্থা বাড়বে। রাজ্যে যেভাবে উন্নয়নমূলক কাজের কর্মযজ্ঞ চলছে আগামী দিনে মডেল রাজ্য গড়ে উঠবে আমাদের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার পর্যটনকে নিয়ে ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মুখ্যমন্ত্রী ব্যক্ত করেন।
কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগে নিজের ঢোল নিজে বাজাতে হয়। উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশার জনগণ জয় জগন্নাথ বলে সম্বোধন করেন। আমরাও ত্রিপুরাবাসীরা ত্রিপুরা রাজ্যের জনগণ কেন জয় ত্রিপরেশ্বরী বলে সম্বোধন করব না। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নীতি আয়োগের এই ধরনের কর্মশালা জেলাস্তর কেন মহকুমা স্তর ব্লক স্তর এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তর পর্যন্ত করা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী ভারতের উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য মুখ্যসচিবদের সম্মেলনকে একটি প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করেছিলেন। এই জেলা-স্তরের কর্মশালা পরিচালনার মাধ্যমে, আমরা নিশ্চিত করি যে বার্তাটি দেশের প্রতিটি কোণে পৌঁছাবে, প্রতিটি রাজ্যকে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম করবে, তিনি বলেন। জাতীয় স্তরে বর্ণিত বৃহত্তর লক্ষ্যগুলির সাথে জেলা পরিকল্পনাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার গুরুত্বও তিনি তুলে ধরেন। কর্মশালায় প্রশাসনিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশগত স্থায়িত্ব সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছিল। আলোচনায় সম্পদের সদ্ব্যবহার-প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নাগরিকদের কার্যকর পরিষেবা প্রদান নিশ্চিত করার কৌশলগুলির উপরও আলোকপাত করা হয়েছিল। পাশাপাশি আরও বলেন, লক্ষ্য অর্জনের জন্য বিভাগগুলির মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টা থাকা বাঞ্ছনীয়। ‘এটি একটি সম্মিলিত দায়িত্ব। বাস্তব ফলাফল অর্জনের জন্য রাজ্য এবং জেলা পর্যায়ের প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যত গুরুত্বপূর্ণ’, তিনি মন্তব্য করেন।কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যসচিব জে কে সিনহা সম্মেলনের ফলাফল তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কর্মশালার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলে, প্রধান সচিবদের সম্মেলন প্রতিটি রাজ্যের উন্নয়নমূলক আকাঙ্খা পূরনের জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করে। এই ধরনের কর্মশালা নিশ্চিত করে যে এই লক্ষ্যগুলি জেলা পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, যা একটি উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। আজকের এই কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, শিল্প ও বাণিজ্য ও তথ্য প্রযুক্তি সচিব কিরণ গিত্যে, নগর ও গ্রামীণ উন্নয়ন সচিব অভিষেক সিং এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সচিব ড. কে শশী কুমার প্রমুখ।

Dainik Digital

Recent Posts

যান স্বল্পতায় বিলম্বিত বিমান যাত্রীরা রাতে দুর্ভোগে পড়েন!!

অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…

4 hours ago

এআরসি প্রযুক্তির চাষে স্বনির্ভরতার পথে রাজ্য!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের…

4 hours ago

ফুলে’ কুঠারাঘাত!!

রাজা রামমোহন, বিদ্যাসাগর, নবগোপাল মিত্র, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, প্রমথনাথ চট্টোপাধ্যায়, বাংলার বুকে…

4 hours ago

অপারেশন টেবিলে তিন প্রসূতি বিদ্যুৎ উধাও, তেল নেই জেনারেটরে!!

অনলাইন প্রতিনিধি:- মেলাঘরস্থিত মহকুমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসক। শুক্রবার বেলা বারোটা…

4 hours ago

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

1 day ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

1 day ago