পর্যালোচনা হলেও অগ্রগতি কতটুকু??

 পর্যালোচনা হলেও অগ্রগতি কতটুকু??
এই খবর শেয়ার করুন (Share this news)

বৃহস্পতিবার ফের একবার মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে মৎস্য দপ্তরের উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা করা হবে। মৎস্য মন্ত্রীর দায়িত্ব নিয়ে সুধাংশু দাস, প্রতি তিন মাস অন্তর দপ্তরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিন মাসের টার্গেট দপ্তর কতটা পূরণ করতে পারলো? আদোও পারলো কিনা?

না পারলে সমস্যা কোথায় ছিল? রাজ্যবাসী কিন্তু ওই সব কিছুই জানতে পারছে না। গত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল মাসে। এই তিন মাসে দপ্তর কতটা সাফল্য অর্জন করতে পেরেছে, তা রাজ্যবাসীর জানার অধিকার রয়েছে। দ্বিতীয়বার বৈঠকের আগে মন্ত্রী নিজেই জানিয়েছেন, রাজ্যের ৯৫ শতাংশ মানুষ মাছ খায়। কিন্তু চাহিদার তুলনায় জোগান অনেকটাই কম। কি করে এই যোগান বৃদ্ধি করা যায় তা নিয়ে মূলত এই পর্যালোচনা বৈঠক।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.