পর্ষদের পরীক্ষা ঘিরে জোর প্রস্তুতি।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ঘিরে জোর প্রস্তুতি চলছে। এর অঙ্গ হিসাবে রাজ্যের ৮ জেলার মধ্যে ৪ জেলার শিক্ষা আধিকারিক সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বৈঠক করা হয়েছে পর্ষদের তরফে। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী রাজ্যের রাজধানী শহর আগরতলার গোর্খাবস্তিস্থিত পর্যদের কার্যালয়ে দুই দফায় বৈঠক করা হয়েছে উত্তর, ঊনকোটি এবং গোমতী ও সিপাহিজলা জেলার সংশ্লিষ্ট সবার সঙ্গে। প্রথম দফায় সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে উত্তর এবং ঊনকোটি জেলার সঙ্গে। দ্বিতীয় দফায় বিকাল ২.৩০ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে গোমতী সিপাহিজলা জেলার সঙ্গে।
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী একই সূচি মেনে প্রথম পর্যায়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে ধলাই এবং খোয়াই জেলার সঙ্গে। দ্বিতীয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে পশ্চিম এবং দক্ষিণ জেলার সঙ্গে। এদিকে গত বছর ২০২৪ সালের তুলনায় চলতি ২০২৫ সালে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র তথা সেন্টার এবং পরীক্ষার স্থান ভ্যানুর সংখ্যার তেমন অদল বদল ঘটবে না। উচ্চমাধ্যমিকে গত বছরের মতো পরীক্ষা কেন্দ্র থাকবে যথারীতি ৬০টি। পরীক্ষার স্থান গত বছরের তুলনায় একটি কমে হবে ৯৬টির পরিবর্তে ৯৫টি। মাধ্যমিকেও পরীক্ষা কেন্দ্র গত বছরের সমান ৬৮টি থাকবে। পরীক্ষার স্থানের সংখ্যাও আগের মতো ১৪৫টি থাকবে। তবে মাধ্যমিকে দুটি পরীক্ষার স্থানের অদল বদল ঘটেছে। আর দুটিই ঘটেছে দক্ষিণ জেলার সাব্রুম মহকুমায়। মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিমের পরীক্ষার্থীরা মোট ৬টি স্থানে পরীক্ষা দেবে। উচ্চমাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ৪টি স্থানে।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

4 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

9 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

9 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

11 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

11 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

13 hours ago