Categories: দেশ

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ঘুম ছুটিয়েছে ডেঙ্গি

এই খবর শেয়ার করুন (Share this news)

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ । সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের গোড়ায় সংক্রমণের প্রকোপ রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের কপালে । ডেঙ্গিতে আক্রান্ত খোদ কলকাতা পুলিশের নগরপাল বীনিত গোয়েল । তিনিও এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার ছুঁইছুঁই । সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই সংখ্যা পৌঁছায় আট হাজারে । পরিসংখ্যান বলছে ২০১৭ থেকে ২০২১ -এই পাঁচ বছরে এবছরই ডেঙ্গি সংক্রমণের প্রকোপ সব থেকে বেশি । সংক্রমণ হার যে ভাবে বাড়চ্ছে তাতে ফের ২০১৯ সালের ছায়া দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা । প্রসঙ্গত ২০১৯ সালে মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত তুঙ্গে পৌঁছেছিল । স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী , ২০১৯ সালের ৩৬ তম সপ্তাহ অর্থাৎ ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৭৪৫ জন । এবছরও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় দশ হাজার পার করে দিয়েছে । গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর । শুধু কলকাতা নয় মশাবাহিত রোগের সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও । গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে , ৩৬ তম সপ্তাহে ২০১৭ সালে আক্রান্ত হন ৮৪৪ জন এবং ২০১৮ সালে ১৩০৪ জন । ২০২০ সালে অতিমারির সময় বেশ খানিকটা কমেছিল মশাবাহিত রোগের সংক্রমণ । ২০২০ সালে ৮৬ জন ও ২০২১ সালে ১৪১ জন আক্রান্ত হন । শেষ দুই বছরের মোট আক্রান্তের তুলনায় আট গুণ বৃদ্ধি পেয়েছে চলতি বছরের ১ থেকে ৭ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা । ডেঙ্গি নিয়ে প্রশাসনিক নির্দেশ – সতর্কবার্তার অভাব নেই । অভাব নেই থানাগুলিকে বাড়তি সতর্ক থাকতে বলায় , পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা ঘন ঘন বৈঠক , কর্মসূচির আয়োজন করছে । অভাব শুধুমাত্র , সেই কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা নির্মাণ , মাঠে নেমে কাজের গতি এবং সদিচ্ছার ক্ষেত্রে । কোনও ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বাড়লে সেখানে পুর – তৎপরতা বৃদ্ধি লক্ষ্য করা যায় , অন্যত্র সাধারণত ব্লিচিং পাউডার ছড়িয়েই দায়িত্ব পালন হয় । বিধাননগরে ডেঙ্গি দমনে পুরসভার পক্ষ থেকে জঙ্গল সাফ করা , ফাঁকা জমির মালিককে নোটিস ধরানো , খাটালের মালিকদের সতর্ক করা – সহ একাধিক পদক্ষেপের কথা জানানো সত্ত্বেও , প্রতিশ্রুতির বছর ঘোরার আগেই আবর্জনার স্তূপ , ঝোপজঙ্গলের পরিচিত ছবি ফের ফিরে এসেছে । একই রকম উদাসীনতার রাজ্যের থানাগুলিতেও । থানাগুলিকে পরিচ্ছন্ন রাখার প্রশাসনিক নির্দেশ সত্ত্বেও থানার সামনে পড়ে থাকা পরিত্যক্ত গাড়ি , বাতিল টায়ারে জল জমে মশার আঁতুড়ঘর তৈরি হয় , ফুলের টবে জল দাঁড়িয়ে থাকে , আবর্জনার স্তূপও জমে । নির্দেশ পালন করানোর দায়িত্ব যাদের হাতে , তারাই যদি এত অ – সচেতন হন , তবে সাধারণের মধ্যে সচেতনতা জন্মাবে কী করে , প্রশ্ন তুলছেন সাধারণ মানুষরা । গত আগস্ট মাসেই ডেঙ্গি নিয়ে নবান্নতে বৈঠক হয় । সেখান থেকেই জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব । ডেঙ্গি যে চিন্তা বাড়াচ্ছে , সে বিষয়ে সকলকে সতর্ক হতে বলেন তিনি । বিশেষভাবে সতর্ক করা হয়েছে হাওড়া , হুগলি , উত্তর ২৪ পরগনা , জলপাইগুড়ির মতো জেলাগুলিকে । সেই বৈঠকেই বিশেষ করে দুর্গাপুজোয় কলকাতায় যাতে পরিস্থিতি নিম্নমুখী না হয় , তার জন্য একই সঙ্গে লালবাজারের তরফেও কলকাতার সমস্ত থানাকে ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে । পুরসভার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে পুলিশকে বলে জানানো হয়েছে । প্রচার ও সচেতনতার উপর জোর দিতে বলা হয়েছে কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা , পঞ্চায়েতকে । জেলা স্তর থেকে তা করতে হবে বলে জানানো হয়েছে । তবে পুজোর আগেই এভাবে ডেঙ্গি সংক্রমণ ঘিরে ক্রমশ চিন্তা বেড়েছে প্রশাসনের মধ্যে । পুজোয় সতর্কতা বাড়াতে সমস্ত পুজো উদ্যোক্তাদের প্রচারে থাকার কথা বলা হয়েছে । ফলে জমা জলে ফের ডেঙ্গি সংক্রমণ না বাড়ে , সেই দিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে । ডেঙ্গি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন এতটাই উদ্বিগ্ন যে পুরকর্মীদের পুজোর সময়য় ছুটিও বাতিল করা হয়েছে । যা নিয়ে কলকাতা পুর কর্মীদের মধ্য ক্ষোভ তৈরি হয়ছে । কিন্তু কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের স্পষ্ট ঘোষণা , ‘ প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা যাবে নাম । আগে জীবন , পরে পার্বণ । ‘

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

10 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

10 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

11 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago