“ খেলবো সবাই , খেলবে ত্রিপুরা ” এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সাংসদ খেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিক তার সাংসদ তহবিলে সাংসদ খেল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে । পাঁচ কিমি দৌড় সহ ফুটবল , ভলিবল ও কাবাডি এই চার ইভেন্টে প্রতিযোগিতা করা হচ্ছে । আগামী দশ সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে । যা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । দশ সেপ্টেম্বর আগরতলায় হবে এক দৌড় প্রতিযোগিতা । পাশাপাশি একই দিনে শুরু হবে ফুটবল , কাবাডি ও ভলিবল এই তিন ইভেন্টের রাজ্য আসর । ২৩ সেপ্টেম্বর তিন ইভেন্টের প্রতিযোগিতার ফাইনাল হবে । আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংসদ খেল প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংসদ প্রতিমা ভৌমিক নিজেই । এই বিষয়ে তুলে ধরতে গিয়ে তিনি বলেন , প্রধানমন্ত্রীর সাংসদ খেল খুদ প্রকল্পে তা করা হচ্ছে । তা অনেক আগেই করার কথা ছিল । তবে কোভিড পরিস্থিতির কারণে তা করা সম্ভব হয়নি । আগামী ১০-২৩ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত চারটি জেলার এগারোটি মহকুমার ত্রিশটি বিধানসভা কেন্দ্রীক এই প্রতিযোগিতা হবে । ১০ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে পাঁচ কিমি এক দৌড় প্রতিযোগিতা হবে । সকাল সাড়ে পাঁচটায় রিপোর্টিং । ছয়টায় দৌড় শুরু হবে । যা শহরের বিভিন্ন পথে দৌড়ে ফের প্রতিযোগিতাস্থলে এসে শেষ হবে । এছাড়া ফুটবল , কাবাডি ও ভলিবল তিন ইভেন্টে পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রতিযোগিতা হবে । তা উন্মুক্ত । যে কোন ক্লাব , সামাজিক সংস্থা , স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় , পুলিশ , আসাম রাইফেলস যে কেউই এতে অংশ গ্রহণ করতে পারবে । এক কথায় সবাইকে এক সাথে নিয়ে এই প্রতিযোগিতা হবে । সাংসদ খেল প্রতিযোগিতাকে সফল করে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক । এদিকে , আজ সাংবাদিক সম্মেলনের আগে প্রতিযোগিতার আয়োজনের বিষয়টি নিয়ে এক বৈঠক হয় । যেখানে সবকটি ইভেন্টের কমিটির তরফে প্রতিযোগিতা আয়োজনে তাদের বাজেট পেশ করে । ঠিক হয়েছে ভলিবল ও কাবাডির রাজ্য আসর আগারতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হবে । ফুটবল এডি নগর পুলিশ মাঠে করা হতে পারে । আজ সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার , ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত প্রমুখ ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…