দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধিঃ দিনের পর দিন শহরে বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা। কোথাও নিশিকুটুম্বের দল রাতে হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে তো কোথাও আবার দিনের আলোতেই চুরি সংঘটিত করছে চোরের দল।
বর্তমানে বিগত কিছুদিন যাবত প্রায় প্রতিদিনই বাইক চুরির ঘটনা উঠে আসছে সংবাদ মাধ্যমে। এই চুরির ঘটনায় অতিষ্ঠ শহরবাসী।
বুধবার চুরি যাওয়া তিনটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করল সদর এসডিপিও অজয় কুমার দাস সহ আগরতলা পশ্চিম থানার পুলিশ।
ঘটনার বিবরণে সদর এসডিপিও জানান, গত বেশ কিছুদিন যাবৎ প্রায় প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটছিল। সেই চুরির ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া বেশ কয়েকটি বাইকও উদ্ধার করা হয়েছে। বুধবার আটককৃত টোটন দাস নামে এক বাইক চোরকে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। পরবর্তী সময়ে ওই চোরকে সঙ্গে নিয়ে তিনটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করে পুলিশ।
বাইক চোর টোটন দাস কে নিয়ে পুলিশ প্রথমে যায় আগরতলা রেল স্টেশনে। সেখান থেকে দুটি বাইক একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। এরপর বেলতলী রাস্তার পাশে আরও একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় আগরতলা পশ্চিম থানার পুলিশ।
তিনি আরও জানান, বাইক চোর টোটন দাসকে এখনও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এধরনের চুরি যাওয়া বাকি বাইকগুলো উদ্ধারেও চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং অতিসত্বর সেই বাইকগুলোকেও উদ্ধার করা হবে। পাশাপাশি এই চুরিকাণ্ডের যে মাস্টারমাইন্ড রয়েছে তাকেও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়াও তিনি আরও বলেন, মূলত এই চোরগুলো নিজেদের নেশার খরচ চালানোর জন্যই চুরি করে থাকে। ফলে এই নেশা ও চুরির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে, তবেই এই চুরি বন্ধ করা সম্ভব হবে।
এদিকে, গত বেশ কয়েকদিন যাবৎ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোট ১৫ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় আগরতলা পশ্চিম থানার পুলিশ। একইদিনে অর্থাৎ বুধবার উদ্ধারকৃত মোবাইল গুলো তুলে দেওয়া হয় মোবাইলের প্রকৃত মালিকের হাতে।
উল্লেখ্য, গত কিছুদিন পূর্বেও এরকম চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোট ১৪ টি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হয়েছিল মোবাইলগুলোর প্রকৃত মালিকের হাতে। নিজেদের মোবাইল ফিরে পেয়ে পুলিশ প্রশাসনের এই সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকেই।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…