জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা!!
পহেলগাঁওয়ে হামলার পিছনে ব্লু প্রিন্ট হাফিজ সইদের!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে যে জঙ্গি হানা হয় তাতে স্পষ্ট যোগসাজশ পাকিস্তানের। পাক মদতেই এতটা দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা, যেখানে কখনও কাশ্মীরে পর্যটকদের উপরে হাত পড়েনি, সেখানেই খুঁজে খুঁজে হিন্দু পর্যটকদেরই মেরেছে জঙ্গিরা। জঙ্গি হামলার তদন্ত যতই এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। এবার উঠে এল আরও এক ভয়ঙ্কর সত্যি। পহেলগাও হামলায় জড়িতদের প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ করতেন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদ। জম্মু-কাশ্মীরের এই সন্ত্রাস মডিউল দীর্ঘদিন ধরেই সক্রিয়। লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করেছে। জানা যায়,জঙ্গিদের মধ্যে অধিকাংশই নাকি ছিল পাকিস্তানি। তাদের সমর্থন করেছিল স্থানীয় মিলিট্যান্টরা। ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসাবে কাজ করেছে কাশ্মীরের বাসিন্দারাই। আর তাদের সকলকে নিয়ন্ত্রণ করেছে ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড লস্কর প্রধান হাফিজ সইদ।