দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || বিগত ২০১৬-১৭ সালে ৪৭ আমবাসা বিধানসভার অন্তর্গত পাইজাবাড়ি গ্রামে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছিল গ্রামের প্রায় ৬০টি বাড়িতে। সরকারি খরচে বৈদ্যুতিক মিটারও বসিয়ে দেওয়া হয়েছিল। দিন কয়েকের মধ্যে গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। ,সেটাই মনে প্রানে বিশ্বাস করে নিয়েছিল গ্রামের জনগণ। কিন্তু বিশ্বাস ভঙ্গ হয়েছে। বিদ্যুৎ সংযোগ আজও হয়নি। বাম আমলে বঞ্চিত হয়ে রাম আমলের প্রথম পাঁচটি বছর শেষ হয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজও গ্রামবাসী নিজ ঘরে দেখতে পেল না বৈদ্যুতিক আলো। আশ্বাস পাওয়া সত্ত্বেও গ্রামের মানুষদের জন্য ব্যবস্থা করা হলো না পানীয় জল এবং একমাত্র চলাচলের উপযোগী রাস্তাটির কোন উন্নয়ন। ২০১৮ সালে দ্বাদশ বিধানসভা নির্বাচনে জয়ী হলে কয়েক মাসের মধ্যে প্রথম কাজ হবে পাইজাবাড়ি গ্রামে বৈদ্যুতিক সংযোগ, পানীয় জল এবং রাস্তার উন্নয়ন। কথা দিয়েছিলেন তৎকালীন বিজেপি জেলা সভাপতি পরিমল দেববর্মা। বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পাঁচটি বছর বিধায়ক হিসাবে সরকারি দেহরক্ষী নিয়ে চলাফেরা করেছেন। কিন্তু বেমালুম ভুলে গিয়েছিলেন গরিব মানুষগুলোকে দেওয়া প্রতিশ্রুতি। পাঁচটি বছর তিনি আর পাইজাবাড়ি গ্রামেই পা রাখেননি। ২০২৩ বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির ৪৭ আমবাসা নির্বাচনক্ষেত্রটি হাতছাড়া হয়েছে। এই কেন্দ্র থেকে এবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তিপ্রামথার চিত্তরঞ্জন দেববর্মা। বুধবার বিধায়ক শ্রী দেববর্মা পাইজাবাড়ি গ্রাম পরিদর্শনে যান। পরিদর্শন কালে তিনিও গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্য সরকারের মন্ত্রীসহ দপ্তর কর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন। এখন দেখার নয়া বিধায়ক কতটা প্রতিশ্রুতি পালন করেন।
ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি এগিয়ে আনা হবে।২০২৫ সালে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এই সরকারের…
গুণ-বিচার পরে, আগে তো দর্শনধারী!এই আপ্তবাক্য আজকের ডিজিটাল জেট যুগে একেবারে সর্বাংশে সত্য। দর্শন অথে…
অনলাইন প্রতিনিধি :-ডবলইঞ্জিনের সরকারের ক্ষমতা ঠুনকো।কোনও প্রতিশ্রুতি পালন বা পদক্ষেপ নিতে পারছে না।অন্তত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস…
অনলাইন প্রতিনিধি :-সোমবার উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন এর দিকে গন্তব্য ছিল বাসটির। বাসে তখন কমপক্ষে…