পাইপলাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জোরদার হচ্ছে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পাইপলাইন
গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ক্রমান্বয়ে। বারবার দাবি উঠছে বর্ধিত মূল্য প্রত্যাহারের।কোনও কোনও মহল থেকে মূল্য হ্রাস করার দাবি করেছে পাইপলাইন গ্যাসের।১৯ নভেম্বর এই গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই জনমনে তার নেতিবাচক প্রভাব পড়েছে।বিভিন্ন সংস্থা, সংগঠন ও দলের তরফে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিরোধী সিপিআইএম শ্রমিক সংগঠন সিআইটিইউর তরফে প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ জানানো হয়েছে পাইপলাইন গ্যাসের বাণিজ্যিকভাবে ব্যবহারকারীদের সংগঠন অল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস (পিএনজি)কমার্শিয়াল কনজিউমার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহণের হুমকি দেওয়া হয়েছে।
তবে এ নিয়ে রাজ্যে প্রধান বিরোধী দলগুলির অনেকটা দায়সারা গোছের মনোভাবের মধ্যে এর বিরুদ্ধে সক্রিয়ভাবে মাঠে নেমেছে এসইউসিআই নামের বাম মনোভাবাপন্ন দল।এসইউসিআইর উদ্যোগে শুক্রবার, ২২ নভেম্বর দুপুরের দিকে পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজ্যের রাজধানী শহর আগরতলার অন্যতম প্রাণ কেন্দ্র বটতলায় বামপন্থী দলটির তরফে দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দাবি পূরণ করার জন্য পাইপলাইন গ্যাসের দায়িত্বে থাকা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএলের কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে।স্মাররকপত্রে বলা হয়েছে রাজ্যে পাইপলাইন গ্যাস পিএনজি এবং সিএনজির মূল্য ক্রমাগত বেড়ে চলছে।ত্রিপুরার মাটিতে থাকা গ্যাসের এভাবে দ্রুত গতিতে বাড়ায় বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে দলের তরফে।বলা হয়েছে সরকার অধিগৃহীত সংস্থা যেন এই ক্ষেত্রে পুরোপুরি মুনাফাখোর বাণিজ্যিক সংস্থার মতো মনোভাব পোষণ করছে।ত্রিপুরার মতো দারিদ্র পীড়িত রাজ্যে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা সহ এর উপর আরোপ করা হরেক রকমের কর খারিজ করতে হবে বলে গ্যাস কোম্পানিকে সাফ জানিয়েছেন এসইউসিআই দলের তরফে সুব্রত চক্রবর্তী এবং মলিনা দেববর্মা।একই সময়ে বটতলার বিক্ষোভ প্রদর্শন স্থলে পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ভাষণ দিতে গিয়ে সঞ্জয় চৌধুরী এবং শিবানী ভৌমিক এ নিয়ে একের পর এক যুক্তির জাল বিছানোর মাধ্যমে জনমত গঠনের উদ্যোগ নিয়েছেন।মোট
কথায় বাড়িঘরে, সরকারী আবাসে, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ব্যবহৃত পাইপলাইন গ্যাস সিএনজি এবং যানবাহনে ব্যবহৃত সিএনজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানুষের পুঞ্জিভূত ক্ষোভকে কাজে লাগিয়ে জনমত গঠনের উদ্যোগ নিয়েছে এসইউসিআই। একই সঙ্গে এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রতিক্রিয়ার তীব্রতা বাড়ছে ক্রমান্বয়ে। এখন দেখার রাজ্যের প্রধান বিরোধী দলগুলিতে জন মানসিকতাকে কাজে লাগিয়ে কোনও আন্দোলন কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের ক্ষেত্রে কোম্পানিকে বাধ্য করতে পারে কি না।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

12 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

16 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

19 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

19 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago