অনলাইন প্রতিনিধি :-পাইপলাইন
গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ক্রমান্বয়ে। বারবার দাবি উঠছে বর্ধিত মূল্য প্রত্যাহারের।কোনও কোনও মহল থেকে মূল্য হ্রাস করার দাবি করেছে পাইপলাইন গ্যাসের।১৯ নভেম্বর এই গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই জনমনে তার নেতিবাচক প্রভাব পড়েছে।বিভিন্ন সংস্থা, সংগঠন ও দলের তরফে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিরোধী সিপিআইএম শ্রমিক সংগঠন সিআইটিইউর তরফে প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ জানানো হয়েছে পাইপলাইন গ্যাসের বাণিজ্যিকভাবে ব্যবহারকারীদের সংগঠন অল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস (পিএনজি)কমার্শিয়াল কনজিউমার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহণের হুমকি দেওয়া হয়েছে।
তবে এ নিয়ে রাজ্যে প্রধান বিরোধী দলগুলির অনেকটা দায়সারা গোছের মনোভাবের মধ্যে এর বিরুদ্ধে সক্রিয়ভাবে মাঠে নেমেছে এসইউসিআই নামের বাম মনোভাবাপন্ন দল।এসইউসিআইর উদ্যোগে শুক্রবার, ২২ নভেম্বর দুপুরের দিকে পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজ্যের রাজধানী শহর আগরতলার অন্যতম প্রাণ কেন্দ্র বটতলায় বামপন্থী দলটির তরফে দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দাবি পূরণ করার জন্য পাইপলাইন গ্যাসের দায়িত্বে থাকা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএলের কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে।স্মাররকপত্রে বলা হয়েছে রাজ্যে পাইপলাইন গ্যাস পিএনজি এবং সিএনজির মূল্য ক্রমাগত বেড়ে চলছে।ত্রিপুরার মাটিতে থাকা গ্যাসের এভাবে দ্রুত গতিতে বাড়ায় বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে দলের তরফে।বলা হয়েছে সরকার অধিগৃহীত সংস্থা যেন এই ক্ষেত্রে পুরোপুরি মুনাফাখোর বাণিজ্যিক সংস্থার মতো মনোভাব পোষণ করছে।ত্রিপুরার মতো দারিদ্র পীড়িত রাজ্যে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা সহ এর উপর আরোপ করা হরেক রকমের কর খারিজ করতে হবে বলে গ্যাস কোম্পানিকে সাফ জানিয়েছেন এসইউসিআই দলের তরফে সুব্রত চক্রবর্তী এবং মলিনা দেববর্মা।একই সময়ে বটতলার বিক্ষোভ প্রদর্শন স্থলে পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ভাষণ দিতে গিয়ে সঞ্জয় চৌধুরী এবং শিবানী ভৌমিক এ নিয়ে একের পর এক যুক্তির জাল বিছানোর মাধ্যমে জনমত গঠনের উদ্যোগ নিয়েছেন।মোট
কথায় বাড়িঘরে, সরকারী আবাসে, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ব্যবহৃত পাইপলাইন গ্যাস সিএনজি এবং যানবাহনে ব্যবহৃত সিএনজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানুষের পুঞ্জিভূত ক্ষোভকে কাজে লাগিয়ে জনমত গঠনের উদ্যোগ নিয়েছে এসইউসিআই। একই সঙ্গে এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রতিক্রিয়ার তীব্রতা বাড়ছে ক্রমান্বয়ে। এখন দেখার রাজ্যের প্রধান বিরোধী দলগুলিতে জন মানসিকতাকে কাজে লাগিয়ে কোনও আন্দোলন কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের ক্ষেত্রে কোম্পানিকে বাধ্য করতে পারে কি না।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…