পাওয়ার কাট রুখতে কড়া অবস্থান নিচ্ছে বিদ্যুৎ দপ্তর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইনপ্রতিনিধি:- ঘন ঘন পাওয়ার কাট রুখতে এবার কড়া অবস্থান নিচ্ছে রাজ্য বিদ্যুৎ নিগম। রাজধানী শহরে বৈধ গ্রাহক যারা দপ্তরকে না জানিয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছেন, তারা যেন আগামী দশ দিনের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য দপ্তর থেকে অনুমোদন নিয়ে নেন। নতুবা দশ দিন পর থেকে নিগমের ভিজিলেন্স টিম বাড়ি বাড়ি পর্যবেক্ষণে যাবে। দপ্তরকে না জানিয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের বিষয় সামনে এলে তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট ২০০৩-এর ১৬৩ এবং ১২৬ ধারা মাতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে বড় ধরনের আর্থিক জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হবে। রবিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, অনেকটা বাধ্য হয়ে দপ্তরকে এই পথে হাঁটতে হচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে বিদ্যুৎ দপ্তর দায়বদ্ধভাবে কাজ করছে। পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কল সেন্টারের ১৯১২ নম্বর ছাড়াও আরও একাধিক ব্যবস্থা চালু আছে। যেমন হোয়াটসঅ্যাপ নম্বর (৯৮৬৩৫৯৬০৮১), বিদ্যুৎ বন্ধু অ্যাপ, ওয়েবসাইট (www.tsecl.in) ইত্যাদি। মন্ত্রী বলেন, শুধু ১৯১২ কল সেন্টারে ফোন করাই নয়, অন্য ব্যবস্থাগুলিও ব্যবহার করার জন্য তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান। বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যা সমাধানের জন্য অভিযোগ লিপিবদ্ধ করার সবথেকে সুবিধাজনক ব্যবস্থা হচ্ছে ‘বিদ্যুৎ বন্ধু অ্যাপ’। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে যে কেউই অভিযোগ জানাতে পারে খুব সহজ পদ্ধতিতে। বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে আগরতলা শহর এলাকায়। আগরতলা ১নং সার্কেলের বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে নতুন একটি কল নম্বর আজ থেকে চালু করা হয়েছে। এই নম্বরটি হলো ৬০৩৩১৩২০৮২। ১৯১২ নম্বরের পাশাপাশি এই নম্বরের মাধ্যমেও গ্রাহকরা চব্বিশ ঘণ্টা পরিষেবা পাবেন। আগরতলার ১নং সার্কেলের অন্তর্গত বনমালীপুর, বড়দোয়ালী, আইজিএম, যোগেন্দ্রনগর, প্রতাপগড়, আমতলি, সেকেরকোট, জিবি, ক্যাপিটাল কমপ্লেক্স এবং দুর্জয়নগর বিদ্যুৎ ডিভিশনের গ্রাহকরা এর সুবিধা পাবেন। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী বলেন, রাজ্যে লোডশেডিং না থাকলেও মাঝে মাঝে পাওয়ার কাট হয়ে থাকে। বিদ্যুৎমন্ত্রী জানান, এ বছর অত্যধিক গরমের কারণে ভোক্তারা ফ্রিজ ও এসির ব্যবহার বেশি করেছেন। কিন্তু এসির ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাহকরা বিদ্যুৎ দপ্তরকে এই বিষয়ে অবহিত করছেন না। ফলে অতিরিক্ত বিদ্যুৎ লোডের কারণে ট্রান্সফরমার বা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাদি নষ্ট হয়ে পাওয়ার কাট হচ্ছে। তাই বিদ্যুতের বৈধ গ্রাহকদের অনুরোধ জানানো হচ্ছে যে তারা যেন আগামী দশ দিনের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন বিদ্যুৎ দপ্তর থেকে অনুমোদন নেন। অন্যথায় ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট ২০০৩-এর ১৬৩ ও ১২৬ নং ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

12 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

12 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

12 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

12 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

12 hours ago