Categories: খেলা

পাকিস্তানের দর্প চূর্ণ এশিয়া কাপ শ্রীলঙ্কার

এই খবর শেয়ার করুন (Share this news)

এশিয়া কাপ ঘরে তুললো শ্রীলঙ্কা । যে এশিয়া কাপ নিজের ঘরে খেলার কথা ছিল সেই এশিয়া কাপ মরু শহরে খেললো শ্রীলঙ্কা । তবে এশিয়া কাপে প্রথম ম্যাচ হারলেও তারপর টানা ম্যাচ জিতে এশিয়া কাপ ঘরে তুললো । ২০১৪ সালের পর ২০২২ । তবে ভারত , পাকিস্তানকে পেছনে ফেলে শ্রীলঙ্কার এশিয়া কাপ জয় নিশ্চিতভাবে ক্রিকেটে অন্য বার্তা দিচ্ছে । রভিবার শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেটে ১৭০ রান করে । জবাবে পাকিস্তান ২০ ওভারে ১৪৭ রানে অলআউট । শ্রীলঙ্কা জিতলো ২৩ রানে । এশিয়া কাপের ফাইনালে দু’দলের এটি চতুর্থ সাক্ষাৎকার । তিনবার জিতলো শ্রীলঙ্কা । পাকিস্তান টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় । তবে শ্রীলঙ্কার শুরুটা মোটেই ভালো হয়নি । দুই ওপেনারই ব্যর্থ হন ।

নিশাঙ্কা ১১ বলে ৮ এবং কুশল মেন্ডিস শূন্যরানে বিদায় নেন । তাদের পেছন পেছন ফিরে যান গুনাথিলাকা ( ১ ) । একটা সময় শ্রীলঙ্কার রান ৫.১ ওভারের তিন উইকেটে ৩৬। দলের কঠিন সময়ে ধনঞ্জয় সি সিলভা এবং রাজাপাকসা খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন । কিন্তু দলীয় ৫৩ রানে শ্রীলঙ্কা শিবিরে ফের আঘাত । ডি সিলভা ২১ বলে ২৮ রান করে বিদায় নেন । চাপে শ্রীলঙ্কা । আটান্ন রানে পাঁচ উইকেট হারানোর পর শ্রীলঙ্কার হয়ে রাজাপাকসা ও হাসারাঙ্গা পাকিস্তানের বোলারদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করে । এরা আটান্ন রান যোগ করার পর হাসারাঙ্গা একুশ বলে ছত্রিশ রান করে ফিরে যান । শ্রীলঙ্কাকে শেষটায় মজবুত করেন রাজাপাকসা । মাত্র পঁয়তাল্লিশ বলে একটা একাত্তর রানের ইনিংস উপহার দেয় রাজা ।

ছয়টি চার ও তিনটি ছয় মেরে তিনি একাত্তর রান করেন । করুণারত্নে চৌদ্দ বলে চৌদ্দ । শেষ পর্যন্ত প্রাথমিক বিপর্যয় কাটিয়ে শ্রীলঙ্কা কুড়ি ওভারে ছয় উইকেটে ১৭০ রান করে । ফাইনালে জিততে হলে পাকিস্তানকে কুড়ি ওভারে ১৭১ রান করতে হবে । পাকিস্তানের পক্ষে রৌফ উনত্রিশ রানে পায় তিন উইকেট । খেলতে নামে পাকিস্তান । কিন্তু শুরুতে পাক শিবিরেও জবরদস্ত ধাক্কা । বাবর আজম ( ০৫ ) , জামান ( ০ ) পরপর বিদায় নেয় । রিজওয়ান ও ইফতিখার আমেদ দলকে টেনে নিয়ে যান । কিন্তু দলীয় ৯৩ রানে ইফতিখার ( ৩২ ) বিদায় নিতেই ফের পাক শিবিরে যেন সঙ্কট নেমে আসে । মহ : নওয়াজ ( ২ ) , আসিফ আলি ( ০ ) , খুশদিল শাহ ( ২ ) , শাদারখান ( ৮ ) পরপর বিদায় নেয় । পাকিস্তান তখন সাত উইকেটে ১২০। শ্রীলঙ্কা ম্যাচ প্রায় হাতের মুঠোয় তুলে নেয় । রিজওয়ানের লড়াই খতম করে দেয় মদুশঙ্কা ( ৩৪/৪ ) ও হাসরাঙ্গা ( ২৭/৩ ) । পাকিস্তান ২০ ওভারে ১৪৭ রানে অলআউট । শ্রীলঙ্কা জিতলো ২৩ রানে।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

17 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

18 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

18 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

18 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

18 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

18 hours ago