পাক নির্বাচন ঘোষণা, নিষেধাজ্ঞা রাজনৈতিক কর্মসূচীতে

 পাক নির্বাচন ঘোষণা, নিষেধাজ্ঞা রাজনৈতিক কর্মসূচীতে
এই খবর শেয়ার করুন (Share this news)

পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আগস্টে । রবিবার রাজধানী ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের পরবর্তী নির্বাচনের এই সময় ঘোষণা করেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব । এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায় , রবিবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের আইন মন্ত্রণালয় , স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন – শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও আইন করে পূর্ব অনুমতি ছাড়া রাজধানী ইসলাবাদে যে কোনও রাজনৈতিক দলের মিছিল জমায়েত নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । এদিকে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে কোনও প্রকারের সংলাপ বা বোঝাপড়ায় যাবে না বলেও জানিয়েছে শাহবাজ খানের নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন জোট সরকার । ইমরান খানের উদ্দেশ্যে মরিয়ম আওরঙ্গজেব বলেন , আপনার সঙ্গে আমরা কোনও ধরনের আলোচনায় যেতে চাই না , যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন , তাই বলে রাখছি , মনোযোগ দিয়ে শুনুন এবং লিখে রাখুন , দেশে আগামী পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আগস্ট মাসে ।

ইমরান খানের সঙ্গে আলোচনায় না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন , যখন আমরা আপনার সঙ্গে কোভিড মহামারি , দেশের অর্থনীতি , জঙ্গি তৎপরতা ও জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলতে চেয়েছি , তখন আপনি বলেছেন , আমাদেরকে কোনও এনআরও ( ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স ) দেওয়া হবে না । এখন আমরা বলছি , আপনাকেও আমরা কোনও এনআরও দেবো না । এর আগে গত ২৬ ফেব্রুয়ারী পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক – ই – ইনসাফ পাকিস্তানে ( পিটিআই ) চেয়ারম্যান ও দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে এক দলীয় জমায়েত দেশে আগামী নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ছয় দিনের আল্টিমেটাম দিয়েছিলেন । সে সময় বর্তমান জোট সরকারের উপর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন , পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে ছয় দিন পর সমগ্র জাতিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করবেন তিনি ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.