ওয়াঘা সীমান্তে এবার উড়বে ৪১৮ ফুটের তেরঙ্গা। এটাই হবে দেশের উচ্চতম জাতীয় পতাকা। ভারত-পাকিস্তান সীমান্তের এই পতাকা দৈর্ঘ্যে পিছনে ফেলবে সীমান্তের ওপাশে উড়তে থাকা পাকিস্তানের পতাকাকে।
বর্তমানে যে পতাকাটি লাগানো রয়েছে, সেটির দৈর্ঘ্য ৩৬০ ফুট। সালের মার্চে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের পতাকাটি স্থাপিত হয়। সেই বছরই পাকিস্তানও একটি পতাকা স্থাপন করে। দৈর্ঘ্যে সেটি ভারতের পতাকার থেকে বেশি দীর্ঘ। কিন্তু এই নতুন পতাকাটি ছাপিয়ে যাবে পাকিস্তানের পতাকাটির দৈর্ঘ্যকে। ভারতের পতাকাটি পাকিস্তানের পতাকার থেকেও ১৮ ফুট লম্বা বলে জানা গিয়েছে।
কেন্দ্রের অনুমতি পাওয়ার পর থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এই পতাকা নির্মাণের বরাত দিয়েছে এক কন্ট্রাক্টরকে। তবে নতুন পতাকা লাগানো হলেও বর্তমান পতাকাটি যে সরিয়ে দেওয়া হবে না সেটা এখনই স্থির হয়ে গিয়েছে। পাঞ্জাবের হাটারি-ওয়াঘা সীমান্তের ঠিক কোন স্থানে নতুন পতাকাটি স্থাপন করা হবে তা নিয়ে আলোচনা চলছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া-এর সূত্র এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সম্ভবত পতাকাটি স্থাপন করা হবে। বিএসএফের পরামর্শ মেনে সম্ভবত যৌথ চেক পোস্টের কাছে যেখানে পর্যটকদের গ্যালারি রয়েছে, সেখানেই উড়বে ওই সুদীর্ঘ জাতীয় পতাকা।
বহুদিন ধরেই সীমান্তে উড়তে থাকা জাতীয় পতাকা নিয়ে অনেকদিন ধরেই দাবি উঠছিল। দাবি ছিল, পাকিস্তানের পতাকার তুলনায় ভারতের পতাকার দৈর্ঘ্য কম দেখায়। তাই নতুন একটি পতাকা ওখানে স্থাপন করার কথা বলা হচ্ছিল। অবশেষে সেটাই সত্যিই হতে চলেছে। প্রতিবেশীদের পতাকাকে ছাপিয়ে আকাশছোঁয়া তেরঙ্গা দেখতে যে সীমান্তে ভিড় বাড়বে, সে ব্যাপারে নিশ্চিত ‘ওয়াকিবহাল মহল।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…