পাচারকালে আটক বিলেতি মদ সহ পাচারকারী!!
অনলাইন প্রতিনিধি :-পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক মদ সহ এক পাচারকারী। জানা গেছে শনিবার সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানরা কোনাবন হরিহরদোলা সীমান্তবর্তী এলাকায় পৌঁছতেই টি আর ০১ এ এস ০২৯৬ নম্বরের একটি মারুতি গাড়ি পালানোর চেষ্টা করে পরে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা মারুতি গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে। পরে পুলিশ মারুতি গাড়ির চালক তথা নেশা পাচারকারী আকাশ দেবনাথ সহ গাড়ি ও মদ উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা মদগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশ মদ পাচারকারী আকাশ দেবনাথ কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে ধৃত মদ পাচারকারী আকাশ দেবনাথ এর বিরুদ্ধে পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে এবং শনিবার তাকে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করবে। শনিবার সকালে মধুপুর থানার সেকেন্ড অফিসার অনিমেষ পাল এই বিষয়ে সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন উদ্ধারকৃত বিলিতি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা হবে।