পাতাল কন্যার বিরুদ্ধে বিক্ষোভ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিশালগড়।। পাতাল কন্যার অনুগামীরাই তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা অবরোধে সামিল হয়েছে। ঘটনা চড়িলাম বিধানসভার বড়ইবদল এলাকায়। বিক্ষোভকারীরা পাতাল কন্যারই অনুগামী এবং সমর্থক। তাদের অভিযোগ, পাতাল কন্যা পূর্বের দল ছেড়ে বিজেপি দলে সামিল হলেও তাদের কথা ভাবেননি। তাদেরকে ছেড়েই তিনি বিজেপি দলে চলে গেছেন।

তাই বৃহস্পতিবার ওই এলাকায় পাতাল কন্যার কর্মসূচি আছে জানতে পেরেই তাঁর অনুগামীরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রনধীর দেববর্মা,বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশ্রামগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী ও টিএসআর।